• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এক বছরের চুক্তিতে সেভিয়াতে ফিরলেন রামোস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ১০:৫২ এএম
এক বছরের চুক্তিতে সেভিয়াতে ফিরলেন রামোস
ছবি: সংগৃহীত

পিএসজির সঙ্গে সের্হিও রামোসের দুই বছরের চুক্তি শেষ হয় এই গ্রীষ্মেই। এরপর ক্লাবটা তার সঙ্গে নতুন চুক্তি করেননি। তাই তিনি ছিলেন ফ্রি এজেন্ট। ইউরোপের ট্রান্সেফার মার্কেট বন্ধ হয় ২ সেপ্টেম্বর কিন্তু এই স্প🦂্যানিশ ফুটবলার উপযুক্ত ক্লাব খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি বিভিন্ন ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলে। অবশেষে রামোস ছোট বেলার ক্লাব সেভ🌸িয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে পারলেন না। ক্লাবটার সঙ্গে এক বছরের চুক্তি করেছেন ২০১০ বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড়।

১৮ বছর পর আবারও শৈশবের ক্লাবে ফিরছেন ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার। । দুই মৌসুম পর আবারও লা লিগায় দেখা যাবে তাকে। সেভিয়া ছাড়াও রামোসকে দলে নিতে সৌদি আরবের আল ইত্তিহাদ, গালাতাসার💝ে, এফসি পোর্তো ও মেজর লিগ সকারের ক্লাব টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু রামোস চেয়েছেন নিজের বাড়ির কাছাকাছি থাকতে।

রামোসের সঙ্গে চুক্তির বিষয়ে সেভিয়া জানায়, “সাত বছর বয়সে সের্হিও সেভিয়া এফসি একাডেমিতে যোগ দেয় এবং ১৬ বছরꦡ বয়সে রিজার্ভ দলে অভিষেক হওয়ার আগে ধাপে ধাপে এগিয়ে যায় সে। ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার প্রায় দুই দশক পর ঘরে ফিরেছে আমাদের সেন্টার-ব্যাক...।”

২০০৫ সালে রেকর্✤ড ট্রান্সফার ফি‍‍`তে সেভিয়া ছেড়ಞে রিয়াল পাড়ি জমান রামোস। ১৬ বছরের ক্যারিয়ারে মাদ্রিদ জায়ান্টদের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন এই ডিফেন্ডার, দিয়েছেন দলকে নেতৃত্ব। ২০২১ সালে চুক্তি নবায়নে ব্যর্থ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন রামোস। ২০২৩ সালে আবারও স্পেনে ফিরলেন এই সাবেক রিয়াল তারকা।

এদিকে সেভিয়া চলতি মৌসুমে লা লিগায় শুরুটা🙈 একদমই ভালো করতে পারেনি। লিগে তিন ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে গিয়ে ঠেকেছে তারা। তবে রামোস ফেরায় যে তাদের ডিফেন্স আগের চেয়ে মজবুত হবে সেটা বলাই যায়।

Link copied!