দেশের হয়ে সব ধরনের ক্রিকেট খেলতে রা🐻জি নন একাধিক ক্যারিবিয়ান ক্রিকেটার। তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে সই করলেন না তারা। তবে টি-টোয়েন্টি 🤡ক্রিকেট খেলবেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে।
রোববার🎉 এমনটাই জানাল ক্যারিবিয়ান বোর্ড। নিকোলাস পুরান, কাইল মেয়ার্স ও জেসন হোল্ডার বোর্ডের চুক্তিতে সই করেননি। এ নিয়ে বোর্ড তাꦕদের উপর নারাজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর ছয় মাস বাকি। এমন অবস্থায় এই তিন ক্রিকেটার বার্ষিক চুক্তিতে সই না করায় চিন্তায় পড়ে যায় বোর্ড। তবে এই তিন ক্রিকেটারই দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন বলে জানিয়♐েছেন। গত দু’তিন বছর ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বেহাল অবস্থা চলছে। দল হিসাবে প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২২), তারপর এক দিনের বিশ্বকাপের (২০২৩) মূলপর্বের যোগ্যতা অর্জন▨ করতে পারেনি তারা। সেই সঙ্গে ক্রিকেটারদের সঙ্গেও বোর্ডের দ্বন্দ্ব চলছে। যা ক্ষতি করছে সে দেশের ক্রিকেটকেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়ো𝔍জক ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কি👍ন যুক্তরাষ্ট্র। আইপিএলের পরেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় খেলার জন্য রাজি ওই তিন ক্রিকেটারই।
এদিকে, চার তরুণ ক্রিকেটারকে বার্ষিক চুক্তিতে সই করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তারা হলেন গুড়কেশ মোতি, কেসি কার্টি, ত্যাগনারায়ণ চন্দ্রপল ও অ্যালিক অ্যাথানেজ।