রাত পোহালে💫 ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম মাঠে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু ম্যাচের আগের দিন🤡 সংবাদ সম্মেলনে ম্যাচের বাইরেও নানা প্রশ্নের উত্তর দিতে হলো টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসানেไর মধ্যকার দ্বন্দ্ব এখন ‘টক অব দ্য কান্ট্রি’। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে ꦆবিসিবি সভাপতি বলেছেন, এই দুজনে একে অপরের সাথে কথা বলে না।
ঠিক পরের দিন তামিম বলেছিলেন, মাঠের সবকিছু ঠিক থাকলে বাইরের কিছুতে꧅ই কিছু যায় আসে না। এবার অধিনায়কের সঙ্গে গলা মেলালেন হেড কোচ হাথুরুও। তারও একই মত,💙 যতক্ষণ পারফর্মেন্সের প্রভাব না পড়ছে ততক্ষণ তার কোনো সমস্যা নেই। তবে একই সাথে মনে করিয়ে দেন, সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে কথার বলার সময় নয় এটা।
হাথুরু বলেন, “সাকিব-তামিমকে নিয়ে (তাদের দ্বন্দ্ব) এখন কথা বলার সঠিক সময় নয়। যতক্ষণ তাদের পারফর্মেন্সে প্রভাব না পড়ছে ততক্ষণ তা🐬 নিয়ে (সাকিব-তামিমের কথা না বলা নিয়ে) আমার কোনো সমস্যা নেই।”
আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের পারফর্মেন্সই সবচেয়ে বড় বিষয় হাথুরুর কাছে। সেখানে সেরা বন্ধু হয়ে ডিনারে যাওয়ার দরকার নেই൩ বলেও মনে করেন তিনি।
“প্রথমত আমি কেবল সাত দিন ধরে এখানে আছি। আমি এমন ড্রেসিং রুম ও দলে ছিলাম যেখানে সবার সঙ্গে সবার মিলতো না। কিন্তু তারাও এগিয়ে এসেছে, দল হিসেবে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি এটাই প্রত্যাশা করবেন। আপনার সেরা বন্ধু হয়ে ডিনারে যাওয়ার দরকার নেই। যত🍨ক্ষণ এটা প্রভাব রাখছে না, আমি কোনো সমস্যা দেখি না” যোগ করেন টাইগারদের হেডমাস্টার।