বাংলাদেশের ভাগ্য আরও একটু খারাপ হয়ে গেল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ত๊ৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারবেন না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোট পান শান্ত। ফলে ছিটকে গেলেন অধিনায়ক♈ শান্ত।
এরআগে, ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে পড়েন মুশফিকুর রহিম। এবার অধিনায়ক শান♛্তর ইনজুরি দলের জন্য বাজে বার্তা বয়ে আনলো।
শান্ত প্রথম ওয়ানডেতে ৪৭ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রান করেন। দ্বিতীয় ম্যাচে তিনি ম্যাচসেরাও হন। শান্ত না থাকায় 🌃দলের নে🌃তৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ।
সোমবার বিকেল ৪ট🥀ায় শারহাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। দুই দলের এ পর্যন্ত ১৮ ম্যাচে বাংল𒈔াদেশ ১১টিতে এবং আফগানিস্তান ৭টিতে জয়লাভ করেছে।
প্রথম ম্যাচে আফগানিস্তান 🎉৯২ রানে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬৮ রানে জয়লাভ করে। ফলে শেষ ম𝔍্যাচটি অনেকটাই ফাইনালে রূপ নিয়েছে।