আইরিশদের বিপক্ষে সিরিজের🧜 শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট ♛করতে নেমেছে টাইগাররা।
তামিম ইকবালের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন মেহেদী 🌄হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। দলের উইকেটরক্ষক ৪৫ রান করে বিদায় হন। ফিফটি থেকে এত কম রানের বিদায়ে আক্ষেপ রয়েই গেল। এলবিডব্লিউ`র বিপরীতে রিভিউ নিয়েও ফিরতে হয় মুশফিককে।
আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে ﷺমুশফিক পেয়েছিলেন ফিফটির দেখা। ফিফটি রান করে অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি মুশফিক। ব্যক্তিগত ৬১ রানে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে। ৭০ বলে ছয়টি চারের সাহায্যে এই রান করেন মুশফিক। দ্বিতীয় ম্যাচেও ৩৬* রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
মুশফিকের পর মিরাজও তার পথ ধরেন। এই দুই ব্যাটারের জুটি ৭৫ রান করে। মিরাজ ৩৯ বলে ৩৭ রান করেন।