দলবদলের চুক্তি নিয়ে অভিযোগের ভিত্তিতে জুভেন্টাসকে ১৫ পয়েন্ট জরিমানা করেছেন ইতালির একটি আদালত। এই জরিমানার ফলে সিরি ‘এ’ তে পয়েন্ট টেবিলে ৩ থেকে ১০🥂 নম্বরে নেমে গেছে🧸 জুভরা।
এর ফলে জুভেন্টাস পয়ে🔯ন্ট টেবিলে ক্ষতিগ্রস্ত তো হলোই, সেই সঙ্গে ক্লাবটির সম্মানহানিও হয়েছে। যদিও দলটি ইঙ্গিত দিয়েছে যে✅, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু করবে। ক্লাবটি বরাবরই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে যাচ্ছে।
শুধু এখানেই শেষ নয়। ক্লাবের সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ১১ জন পরিচালককে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত। এই ব্যক্তিদের মধ্যে আছেন টটেনহ্যামের ফুটবলের𒉰 বর্তমান পরিচালক ফ্যাবিও প্যারাটিসি। যিনি আড়াই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন।
বহুদিন ধরেই জুভেন্টাসের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা খেলোয়াড়দের দাম ইচ্ছাকৃতভাবে বেশ💖ি দেখাচ্ছে। প্রসিকিউটররা এর আগে এই কেলেঙ্কারির জন্য ৯ পয়েন্ট জরিমানা করার সুপারিশ করেছিল। কিন্তু বিচারকার্য শেষে আরও বেশি জরিমানা করা হয়েছে ক্লাবটিকে।