• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ছেলেরা আক্রমণাত্মক খেলে না, এটা বিশ্বাস করি না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৩:২৯ পিএম
‘ছেলেরা আক্রমণাত্মক খেলে না, এটা বিশ্বাস করি না’

ইংল্যান্ড সিরিজের আগে একটি🌳 প্রস্তুতি ম্যাচ ও ‘ম্যাচ সিনারিও’ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচ সিনারিওতে বাংলাদেশি ব্যাটাররা বেশ আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করেছဣেন। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের আগ্রাসী খেলা বেশ আলোড়ন ফেলেছে ক্রিকেট বিশ্বে।

কিন্তু বাংলাদেশ সাধারণত খুব একটা আগ্রাসী ক্রিকেট খেলে না। তবে কি, আগ্রাসী ইংল্যান্ডকে টেক্কা দিতে এবার  আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ। ম্൩য🅷াচের আগের দিন দলের পক্ষে সংবাদ সম্মেলনে হাজির হওয়া টাইগাদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের কাছে এই প্রশ্ন ছোড়া হয়েছিল।

হাথুরসিংহে মানতেই চাইলেন না বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলে🍃 না। আক্রমণাত্মক ক্রিকেট মানেই শুধু তেড়েফুঁড়ে আক্রমণ না বলে মনে করেন তিনি।

হাথুরু আরও বলেন, “আমি শেষবার যখন এখানে ছি𓆏লাম তখনও বাংলাদেশ দল আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। আমি এটা বিশ্বাস করি না যে♎, ছেলেরা আক্রমণাত্মক ক্রিকেট খেলে না। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলি, আপনি শুধু ব্যাটারদের দিয়ে আক্রমণাত্মক ক্রিকেটকে সংজ্ঞায়িত করতে পারেন না।”

“আক্রমণাত্মক ফিল্ডিং সেট করাও এর একটা অংশ। আক্রমণাত্মক ক্রিকেট খেলার অনেক উপায় আছে। শুধু মাঠের বাইরে বল পাঠানোই আক্রমণাত্মক ক্রিকেট নয়। খেলোয়াড়দের মাঝে এই মনোভাবটাও আন💛ার চেষ্টা করছি। সেটি হোক ফিল্ডিং, বোলিং কিংবা ব্যাটিংয়েও। এই পরিকল্পনাতেই সামনে এগোতে চাই” যোগ করেন টাಞইগারদের হেড কোচ।

ম্যাচ সিনারিওর দিন লিটনের সঙ্গে লম্বা সময় কথা বলেছেন হাথুরু। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল, ব্যাটিং টেকনিক নিয়েই কোচের সঙ্গে আলোচনা করছেন লিটন। তবে এদিন হাথুরౠু বললেন কোনো উপদেশ নয় লিটনের প্রস্তুতির বিষয়ে কথা হয়েছে সেদিন।

হাথুরু বলেন, “আমরা শুধু ক্রিকেট নিয়ে🌠 আলোচনা করছিলাম। কোন উপদেশ দিচ্ছিলাম না। ও💯র ব্যাটিং মানসিকতা নিয়ে কথা হচ্ছিল। সে আমাকে জানাচ্ছিল তার সম্পূর্ণ প্রস্তুতির বিষয়ে।”

Link copied!