• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার বিশ্বকাপ

মুখে হাত দিয়ে অভিনব প্রতিবাদ জার্মানির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ১০:৫৩ পিএম
মুখে হাত দিয়ে অভিনব প্রতিবাদ জার্মানির

একদিন আগে জাতীয় সংগীত না গেয়ে নিজ দেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইরান। এবার টিম ফটোসেশনে মুখে হাত দিয়ে প্রতিবাদ জানিয়েছে জার্মানি। তারা সরকারের বিপক্ষে নয়, প্রতিবাদ জানিয়েছে কাতারের বিরুদ্ধে। সমকা🗹মিতার সমর্থনে ওয়ান লাভ আর্মব্যান্ড পড়তে না পারায় এই প্রꦆতিবাদ জার্মানদের।

কাতারে আইনগতভাবে নিষিদ্ধ সমকামিতা। তাই সেখানে সমকামিদের পক্ষে কথা বলার কোনো সু🍃যোগ নেই। ফলে সমকামিদের সমর্থনে ফিফার নিষেধাজ্ঞায় ওয়ান লাভ আর্মব্যান্ড পড়ার সুযোগ পাচ্🍸ছে না দলগুলো। এরই প্রতিবাদ জানিয়েছে, জার্মানি।

বুধবার (২৩ নভেম্বর) জাপানের বিপক্🍒ষে ২-১ গোলে হেরেছে জার্মানি। ওই ম্যাচের আগে টিম ফটোসেশনে জার্মানির সব ফুটবলার মুখ ঢেকে নিয়ে ছবি তোলেন। যা কিনা ম্যাচ চꦚলাকালীনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ফিফার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে মাঠে নামলে⛦ শাস্তির মুখে পড়তে হতো অধিনায়ককে। সেই ঝামেলা থেকে বাঁচতেই মূলত প্রতিবাদের অভিনব এই কৌশল বেছে নেয় দেশটি। এছাড়াও বিশ্বকাপ শুরুর আগে কাতার জানিয়েছিল, তাদের দেশে আসতে হলে সেখানকার সংস্কৃতি ও আইনকে সম্মান করতে হবে।

Link copied!