অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে শুক্রবার মাঠে নামবে ইংল্যান্ড। এর মধ্যে প্রথম টেস্টের ﷽জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান🎉্ড দল।
পেস আক্রমণে জেমস অ্যান্ডারসনের সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন স্টুয়া🃏র্ট ব্রড ও ও♊লি রবিনসন। একাদশে জায়গা পাননি মার্ক উড। এছাড়া একাদশ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে পাঁচ উইকেট পাওয়া জশ টাং বাদ পড়েছেন। ম্যাথু পটসও একাদশে জায়গা হয়নি।
দলে ফিরেছেন সদ্য অবসর থেকে ফিরে আসা অল🙈রাউন্ডার মঈন আলী। উইকেটের পেছনে থাকবেন জনি বেয়ারস্টো। ওপেনিং করতে নামবেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। তিন নম্বরে নামবেন ওলি পোপ। চারে সাবেক অধিনায়ক জো রুট। এরপরে যথাক্রমে খেলবেন হ্যারি ব্রুক ও ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
পাঁচ ম্যাচের অ্যাশেজ 🃏সিরিজ দিয়ে 🤪২০২৩-২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে।
প্রথম টেস্টে ইংল্যান্ড একাদশ
বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মঈন আলী, স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন।