ইংল্যান্ডের মঈন আলী বিশ্বের এক🦄জন কৃতি অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখও তিনি।
ইংল্যান্ড ক্রিকেট দলে অসামান্য অবদান রাখার꧟ জন্য মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়েছে। ইংল্যান্ডের কভেন্ট্রি বি♒শ্ববিদ্যালয় তাকে এই সম্মাননা দিয়েছে।
সোমবার এক অনুষ্ঠানে কভেন্ট্রি ক্যাথেড্রালে মঈনকে এই সম্মাননা দেয়া হয়। এই অলরাউন্ডারকে ডক্টরেট ডিগ্রি প্রদানের ব্যাখ্যায় কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের ভাষ্য, ‘ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা♓ জানাতে পেরে আমরা গর্বিত।’
মঈন আলী সম্মাননা পেয়ে রোমাঞ্চিত, তিনি বলেন, ‘‘কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্র♔দ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সেꩲরাটা দেয়ার চেষ্টা করেছি। এখন আমি ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে মানুষ আমার কাছে এসে বলে ‘তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমার সন্তান খেলে।’ এটাই খেলাধুলার সাফল্য।’’
ইংল্যান্ডের 🍬হয়ে তিনি সব ফরম্যাট মিলিয়ে ২৯৮ ম্যাচ খেলেছেন। যেখানে তার ব্যাট থেকে এসেছে ৬৬৭৮ রান। উইকেট নিয়েছেন ৩৬৬টি।🔯 দলকে নেতৃত্ব দিয়েছেন ১৩ ম্যাচে। তার সবচেয়ে বড় সাফল্য, ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়। এরপর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা রাখেন মঈন।