এবারের আই🅘সিসি বিশ্বকাপের আসরে সেমিফাইনালের গেরোতে আটকা দক্ষিণ আফ্রিকা। ‘চোকারস’ তকমা থেকে🐟 নিজেদের মুক্ত করার প্রতিশ্রুতিতে টুর্নামেন্ট শুরু করলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে সেই শেষ চারেই কাটা পড়তে হলো প্রোটিয়াদের।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন
বাভুমা। যার প্রথম শিকারಞ তিনি নিজেই। আগুনে বোলিংয়ে শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চেপে ꧙ধরেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।
অস✨্ট্রেলিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতি দিয়ে ঐক্যের পড়তে থাকে দক্ষিণ আফ্রিকার। শেষ দিকেডেভিড মিলারে লড়াকু শতকের পরেও বাকিদের ব্যর্থতায় ২১২ রানে গুটি🌳য়ে যায় প্রোটিয়ারা।
লক্ষ্য টপকাতে নেমে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার উদ্বোধনী জুটিতে তোলেন ৬০ রান। ১৯৩ রানে ৭ উইকেট হারানোর পর শেষ দি🎀কে অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া𝕴।
এই জয়ে ষষ্ঠ শিরোপার আরো কাছে অজিরা। আগামী ১৯ ন🌺ভেম্বর আহমেদাবাদে ভারতের বিপক্ষে লড়াইয়ে হবে শিরোপার ফয়সালা।