এবারের আ⛎ইসিসি বিশ্বকাপ আসর স্বপ্নের মত কাটিয়েছে আফগানিস্তান ক্রিকেট টিম। বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। পরের ম্যাচটি হারে ভারতের বিপক্ষে। এরপর ৫ ম্যাচে ৪ জয় তুলে বিস্ময় জাগানোর সঙ্গে সেমিফাইনালের দৌড়ে নাম লিখিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত হার দিয়েই বিশ্বকাপের আসর বিদায় জানাল আফগানিস্তান।
শুক্রবার (১০ নভেম্বর) ল🔴িগ পর্বে🍬 নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করেছে আফগানিস্তান।
শুরুতে ব্যাট করতে নেমে ২৪৪ রানের মাঝারি স্কোর দাড়া করে রশিদ খানেরা। এরপর ২৪৫ রান তাড়ায় নেমে উদ্বোধনি জুটিতে ৬৪ রান তোলেন ডি কক ও তেম্ব বাভুমা। ২৩ রানে অধিনায়ক বাভুমা আউট হলে এই জুটি ভা🍸ঙে। 🍷২ রান পরেই ফিরে যান ডি কক। এরপর এইডেন মারক্রামের সঙ্গে ৫০ রানের জুটি ডুসেনের।
পরে মারক্রাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলাররা ইনিংস বড় করতে না পেরে ফিরে গেলেও ♈রান তোলার কাজ চালিয়ে যান ডুসেন𝕴।
ষষ্ঠ উইকেটে অ্যান্ডিল ফেহলাকওয়াইওয়ের সঙ্গে অবিচ্ছে🅺দ্য ৬৫ রানের জুটিতে নিজে অর্ধশতক করার পাশাপাশি অপরাজিত ৭৬ রানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডুসেন। ফেহলাকও🍌য়াইও অপরাজিত থাকেন ৩৯ রানে।
বিস্তারিত আসছে...