বিশ্বকাপের ইতিহাসে এক রূপকথার জন্ম দিয়েছে আফগানিস্তান। ক্রিকেটের সবচেয়ে সফল দলটিকে প্রথমবারের মতো হারিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে অজিদের ২১ রানে হারায় আফগানরা।
আফগানিস্তানের কাছে এমন লজ্জার হারে বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণ কঠিন হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। সেমিফাইনালে উঠতে দলটিকে অবশ্যই নিজেদের শেষ ম্যাচে হারাতে হবে ভারতকে। তা না হলে সুপার এইট থেকেই বাড়ি ফিরতে হবে ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে আফগানদের কাছে হারের দিন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন প্যাট কামিন্স।
মাত্র তিন দিনের মধ্যে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন কামিন্স। সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর আফগানিস্তানের বিপক্ষেও পরপর তিন উইকেট নিয়েছেন তিনি। ফলে পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়লেন এই পেসার।
শুক্রবার (২১ জুন) অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করার পর রোববার (২৩ জুন) সেন্ট ভিনসেন্টে নিজের শেষ দুই ওভারে এই কীর্তি গড়েন কামিন্স। ১৮তম ওভারের শেষ বলে রশিদ খানকে লং অনে ক্যাচ বানান। শেষ ওভারের প্রথম বলে করিম জানাত ও পরেরটিতে গুলবাদিন নাইবকে ফেরান কামিন্স।
এই ম্যাচে চার বলে চার উইকেট পেতে পারতেন অস্ট্রেলিয়ান পেসার, যে কীর্তি ২০২১ সালের বিশ্বকাপে গড়েছিলেন আয়ারল্যান্ডের কার্টিন ক্যাম্ফার। কিন্তু ডেভিড ওয়ার্নার ডিপ স্কয়ারে নাঙ্গেয়ালিয়া খারোতের ক্যাচ 🌠মিস করেন। ফলে ক্যাম্ফারের পাশে আর নাম লেখান হয়নি তার।