• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন আইপ্যাডে যা যা থাকছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৪:২১ পিএম
নতুন আইপ্যাডে যা যা থাকছে

আইফোন ১৩ এর সঙ্গে আইপ্যাডের আরও দুটি নতুন মডেল বাজারে আনছে টেক জায়ান্ট অ্যাপল। এর মধ্যে রয়েছে নবম সংস্করণ আইপ্যাড নাইন্থ জেন ও আইপ𒀰্যাড মিনি।

বছরের শুরুতে বাজারে আসা আইপ্যাড প্রো। তবে নতুন আইপ্য🐬াড ও আইপ্যাড মিনিতে রয়েছে নতুন আপগ্রেড। দামেও সাশ্রয়ী। নতুন আইপ্যাড ও আইপ্যাড মিনিতে রয়েছে বেশ কিছু নতুন ফিচার।

অ্যাপল আইপ্যাড মিনি
গ্রে, পিঙ্ক, পার্পল আর স্টারলাইট এই চারটি রঙে পাওয়া যাবে আইপ্যাড মিনি।🔥 আগের আইপ্যাডের চাইতে এটি ৪০ শতাংশ দ্রুত কাজ করতে সক্ষম।

এতে আছে ৮ দশমিক ৩ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে ও অ্যাপলের অত্যাধুনিক এ১৫ বায়োনিক চিপসেট। ভিডিও কনফারেন্সের সুবিধার জন্য এতে যুক্ত হয়েছে 💃নতুন প্রযুক্তির ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

আইপ্যাড মিনির উপরে রয়েছে টাচ আইডি সাপোর্টেড পাওয়ার বাটন। নিচে রয়েছে চার্জ দেওয়ার জন্য দ্রুতগতির ইউএসবি টাইপ-সি পোর্ট। ৫জি নেটওয়ার্কের সঙ্গে এতে অ্যাপলের টাচ পেনও ব্যবহার করা যাবে।

অ্যাপল আইপ্যাড
অ্যাপলের বিখ্যাত ১০ দশমিক ২ ইঞ্চির আইপ♏্যাডেরও একটি নতুন মোডেল বাজারে আসছে। এর নবম সংস্করণ, আইপ্যাড ন𓆏াইন্থ জেনে থাকছে এ১৩ বায়োনিক চিপসেট।

২৫৬ জিবি থেক🔯ে ৬৪ জিবি স্টোরেজ সুবিধা থাকছে নতুন আইপ্যাডে। একবার চার্জে সারাদিনের ♉চলবে এটি।

সেন্টার স্টেজ ও অ্যাম্বিয়েন্ট লꦏাইট সেন্সর ফিচারের মত বেশ কিছু নতুন সু𝄹বিধা যোগ হয়েছে এতে।

Link copied!