দেশের বিশꦅিষ্ট কণ্ঠশিল্পী পারভীন সুলতানার একক সঙ্গীত সন্ধ্যা শুক্রবার (২৮ জুন)। সাংস্কৃতিক সংগঠন সপ্তসুর এই অনুষ্ঠানের আয়োজক।
রাজধানীর ধানমন্ডি ক্লাবের ফ্যামিলি লাউঞ্জে ‘গানে মোর কোন ইন্দ্রধনু’ শীর্ষক এই সঙ্গীত সন্ধ্⭕যা অনুষ্ঠিত হ💜বে।
সংগীতে শিল্পী পারভীন সুলতানার পদযাত্রা আশির দশকের শুরুতে। এখন পর্যন্ত তার ২৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রধানত নজরুল সগীত, আধুনিক এবং হারানো দিনের গানের একজন শিল্পী তিনি। এর বাইরে তিনি একজন রোটারিয়ান এবং প্রসঙ্গ নজরুল সগীত (প্রনস) গ্রুপের সাধারণ সম্পাদক।