• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মশা কেন মানুষের রক্ত খায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৩, ০২:০১ পিএম
মশা কেন মানুষের রক্ত খায়

সাাধারণত স্ত্রী মশা রক্ত পানꦦ করে। পুরুষ মশা রক্ত পান করে না। সারা পৃথিবীতে কয়েক হাজার প্রজাতির মশা পাওয়া যায়। তারই মধ্যে একটি আফ্রিকার এডিস এজেপ্টি। 

এই মশারও আবার কয়েকরকম প্রজাতি রয়েছে। এডিস এজেপ্টি জিকা ভাইরাসের বাহক। ডেঙ্গু, ইয়েলো ফিভারও ছড়ায় এই মশা। 
 

এই এডিস এꦉজেপ্টি মশার ওপর গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, সবরকম প্রজাতির মশা রক্ত পান করে না। বহু প্রজাতির মশার খাদ্যাভাস আলাদা। 

গবেষক জানাচ্ছেন, সাধারণত যে সব জায়গায় গরম বেশি সেখানকার ꧑মশা রক্ত পান করে। কারণ প্রজননের সময় মশার আদ্রতার প্রয়োজন পড়ে। 

পানির অভাব হলে মশার প্রজননে সমস্যা হয়। পানির অভাবেই মশার রক্ত পান করার অভ্যাস তৈর�𝄹�ি হয়েছে। আর মশার এই অভ্যেস তৈরি হয়েছে আজ থেকে হাজার বছর আগে। 

মশা শরীরে পান൩ির অভাব পূরণ করতেই মানুষ বা অন্য ▨প্রাণীদের রক্ত পান করে।

Link copied!