• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইফতারের আগে ঝটপট বানিয়ে ফেলুন শিক কাবাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০২:২৬ পিএম
ইফতারের আগে ঝটপট বানিয়ে ফেলুন শিক কাবাব

ইফতারের জন্য কম সময়ে কম উপকরণে ব🌼ানিয়ে ফেলুন শিক কাবাব

যা যা লাগবে

  • গরুর মাংসের কিমা বড় ২ কাপ
  • লবণ স্বাদমতো
  • হলুদ গুঁড়া আধা চা চামচ
  • গরম মসলার গুঁড়া আধা চা চামচ
  • ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ
  • গোল মরিচের গুঁড়া আধা চা চামচ
  • ধনিয়ার গুঁড়া ১ চা চামচ
  • পেঁয়াজ মিহি কুচি আধা কাপ
  • কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি আধা কাপ
  • চিলি ফ্লেক্স ১ চা চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • ঘি ২ টেবিল চামচ
  • কাবাব বাইন্ডিংয়ের জন্য র্কন ফ্লাওয়ার আধা কাপ।

রান্না করবেন যেভাবেন
মাংসের কিমার সঙ্গে সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। হাতে সামান্য তেল মাখিয়ে পরিমাণমতো কাবাবের মিশ্রণ নিয়ে শাসলিক কাঠিতে গেঁথে/সেট করে নিতে হবে। শাসলিক কাঠিতে মাংস গেঁথে নেওয়ার আগে ৫-১০মিনি꧑ট কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। তাহলে ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাবে না। এবার চুলায় ননস্টিক প্যান বসিয়ে তাতে খুব অল্প তেল দিতে হবে। ৩-৪টি কাবাব স্টিক প্যানে দিয়ে অল্প আঁচে ভেজে নিন। কিছুক্ষণ পরপর উল্টে দিতে হবে। চারপাশে সমানভাবে ভেজে নিতে হবে। ১০-১২মিনিটের মতো সময় লাগবে কাবাব হতে। এরপর গরম গরম পরিবেশ করুন গরুর মাংসের শাসলিক কাবাব।

Link copied!