• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শীতের পোশাকে থাকুক ফ্যাশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ১১:৫৮ এএম
শীতের পোশাকে থাকুক ফ্যাশন

শরৎ পেরিয়ে এসে গেছে শীত। চারদিকে শীতের আমেজ ছড়িয়⛎ে যাচ্ছে জোর কদমে। এখনো পর্যন্ত কনকনে ঠান্ডা না লাগলেও গরম পোশাক পরার মতো শীতল বাতাস লেগে যাচ্ছে শরীরে। আর শীত এলে সবার আগে আমাদের যেটি করতে হয়, তুল♒ে রাখা গরম পোশাকে হাত দেওয়া অথবা নতুন পছন্দের পোশাক কিনে গায়ে জড়ানো। 

শীতকালে চাদর, জ্যাকেট, সোয়েটার বা যত ধরনের ভারী পোশাক সবই পরা যায়। সব ধরনের পোশাক পরা গেলেও ফ্যাশন অনুযায়ী কী কী পোশাﷺক পরতে পারেন চলুন জেনে নেওয়া যাক-

মেয়েদের পোশাক
শীতে মেয়েরা মেরুন অথবা কালো রঙের পোশাক পরতে পারেন। ভেলভেটের কোটি জড়িয়ে নিলেಌ শীত এবং ফ্যাশন দুইদিকই বজায় থাকবে। অন্যদিকে পার্টি কিংবা দাওয়াতে গেলে ভেলভেটের ফুলহাতা বা হাতাকাটা হলে ওপরে আড়াআড়ি কিংবা লম্বা করে ন✤রম বা পশমি চাদর জড়িয়ে নিতে পারেন। 

মেয়েদের আঁটসাঁট জিনস থেকে শুরু করে ঢোলা জিনস, সবই চলছে হাল ফ্যাশনে। ব্যাগি꧅, স্ট্রেট কাট, বুটকাট লেগ, ফ্লেয়ার জিনস হাল ফ্যাশনে পছন্দ করছেন প্রায় সব বয়সী নারীরা। মোটা কাপড়ের থ্রি পিসের সঙ্গে পরতে পারেন জেগিংস। এর সঙ্গে গায়ে জড়িয়ে নেওয়া যায় পাতলা চাদর।

ছেলেদের পোশাক
ছেলেদের স্টাইলিশ শীতের পোশাক হিসেবে সোয়েটারের গুরুত্ব খানিকটা কম হলেও এর কদর কমেনি। তবে এ সময় বেসিক উল নিটেড সোয়েটারের চেয়ে মিক্স স্টাইল♊ের সোয়েটারই বেশি চলছে। এসব সোয়েটারে জিপার বা হুডিও থাকে। 

আবার শীতের প্রকোপ বেশি হলে টারটেল নেক বা হাইনেক সোয়েটার🦂 পরতে পারেন যা শরীর উষ্ণ রাখে। সাদা, কালো, লাল, বাদামি, অফ হোয়াইট, চেকসহ বিভিন্ন রঙয়ের সোয়েটার পরা যায়। এ সময় সোয়েটারের সঙ্গে জিন্স প্যান্ট জনপ্রিয় হলেও গ্যাবাডিনের চাহিদাও কম নয়।

শিশুদের পোশাক
শিশুদের পোশাক যেন আরামদায়ক হয় সেটি প্রাধান্য দেওয়া উচিত। কোমল হওয়ায় খসখসে বা শক্ত কাপড়ের শীতের পোশাক পড়ানꦉো হলে শিশুদের শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে। নরম উলের কিংবা ফ্লানেল কাপড়ের শীতের পোশাক পরাতে পারেন। শিশুরা অনায়াসে এগুলো পড়তে পারবে।෴ 

বিভিন্ন উজ্জল রঙের পোশাক শিশুর মনকে সতেজ রাখবে। চলতি ফ্যাশন ট্রেন্ডে উৎসবভিত্তিক প্রচ𒆙ুর পোশাক পাওয়া যাচ্ছে। বিভিন্ন সাইজ আর ডিজাইনের এই পোশাকগুলো শিশুদের বেশ পছন্দসই হতে পারে। 

প্রিন্টের শীতের পোশাক উঠতে শুর🍒ু করেছে দোকানে। এর মধ্যে ফ্লোরাল প্রিন্টেড, গ্রাফিক, অ্যাপলিক করা মোটিফের সোয়েটশার্ট উল্লেখযোগ্য। ছেলে বা মেয়ে উভয়কেই দারুণ মান🧔িয়ে যায় এসব পোশাক।

Link copied!