• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাত্র চারটি উপকরণে বানান ক্যারামেল পুডিং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ০১:০০ পিএম
মাত্র চারটি উপকরণে বানান ক্যারামেল পুডিং

অতিথি আপ্যায়নের জন্য বানিয়ে ফেলতে পারেন ক্যারাম📖েল পুডিং। ছোট খেতে পছন্দ করবে সুস্বাদু এই পুডিং। জেনে নিন ৩ উপকরণে কীভাবে পুডিং বানাবেন।  ;

যা যা লাগবে

  • পানি ১ টেবিল চামচ
  • ডিম ৪টি
  • চিনি ৩ কাপ
  • তরল দুধ ১ কাপ


যেভাবে বানাবেন
চুলায় মিডিয়াম আঁচে ক্যারামেল তৈরির জন্য চিনি ও পানি দিন। পানের হাতল ঘুরিয়ে পানি ছড়িয়ে দিন পুরো প্যানে। চিনি গলে বাদামি রঙ ধারণ করা পর্যন্ত রাখুন চুলায়।🉐 চামচ দিয়ে নাড়ার প্রয়োজন নেই। গোল্ডেন ব্রাউন হয়ে গলে নামিয়ে যে বাটিতে পুডিং বসাবেন সে বাটিতে দিয়ে দিন। এবার ডিম, চিনি ও তরল দুধ একসঙ্গে ফেটিয়ে নিন। ভালো হয় ব্লেন্ডারে ব্লেন্ড করলে। মিশ্রণটি একদম মসৃণ হলে ক্যারামেল দেওয়া বাটিতে ঢেলে দিন। একটি বড় প্যানে পানি গরম করে মাঝে একটি স্ট্যান্ড বসান। পুডিংয়ের বাটি ঢেকে স্ট্যান্ডে বসিয়ে দিন। প্যান ঢেকে দিন। প্যানের ঢাকনায় থাকা ছিদ্র বন্ধ করে দিন। ২০ মিনিট পর ঢাকনা তুলে চেক করে🧜 দেখুন টুথপিক ঢুকিয়ে। যদি টুথপিক পরিষ্কার অবস্থায় বেরিয়ে আসে, তাহলে বুঝবেন যে পুডিং হয়ে গেছে। ঠাণ্ডা হওয়ার পর প্লেটে ঢেলে পরিবেশন করুন।

Link copied!