• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কঠিন বিপদ থেকে বাঁচতে যে ৭টি দোয়া পড়বেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২৪, ০৩:৪৪ পিএম
কঠিন বিপদ থেকে বাঁচতে যে ৭টি দোয়া পড়বেন
ছবি: সংগৃহীত

মানুষের জীবনে সুখ যেমন আছে, তেমনি আছে কষ্টও। মানুষ তখনই বেশি কষ্টে থাকে যখন সে বিপদে পড়ে। বিপদ বলে♏ কয়ে আসে না। যেকোনো মুহূর্তে বিপদ আসতে পারে। বিপদ থেকে রেহাই পাওয়ার জন্য কত চেষ্টাই না করা হয়। সেই সঙ্গে ধর্মপ্রাণ মুসಞলিমরা মহান আল্লাহ্কে ডাকতে থাকেন। বিপদ থেকে রক্ষা করতে আল্লাহ্ দরবারে আকুতি মিনতি করে দোয়া করেন।

মহান আল্লাহ তায়ালা বিপদে প্রত্যেক মুসলিমকে ধৈর্যধারণ করতে উপদেশ দিয়েছেন। বিপদে ভেঙে না পড়ে সব কঠিন মুহূর্তে আল্লাহ কাছে দোয়া প্রার্থণ❀া করতে হবে। পবিত্র কোরআনে বলা  হয়েছে, ‘হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সুরা বাকারাহ, আয়াত, ১৫৩)’

বিপদ বা যেকোনো সমস্যা থেকে বেঁচে🌱 থাকতে কুরআ꧂নে অসংখ্য দোয়া ও আমলের কথা বলা হয়েছে। তাই মুমিন মুসলমানরা হতাশ না হয়ে এসব আমল করতে পারেন। বিপদ থেকে  উত্তরণের জন্য মুমিনরা ৭টি দোয়া করতে পারেন। চলুন জেনে নেই বিপদমুক্তির সেই ৭ দোয়া।

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ - الرَّحْمَنِ الرَّحِيمِ - مَالِكِ يَوْمِ الدِّينِ - إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ - اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ - صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

উচ্চারণ: আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন। আররহমা-নির রাহি-ম। মা-লিকি ইয়াওমিদ্দি-ন। ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন। ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম।🦩 সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্ল♓ি-ন।

অর্থ : যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। বিচার দিনের একমাত্র অধিপতি। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোম🍃ারই সাহায্য প্রার্থনা করি। সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

এ 🃏সুরাটির বিশেষ একাধিক নাম হলো- আল-কাফিয়া বা যথেষ্টকারী, আশ-শাফিয়া বা আরোগ্যকারী। এটি আল্লাহর গুণ-প্রশংসার সুরা হওয়ায় এ সুরার আমলের দ্বারা ঝাঁড়-ফুক করাও হাদিস দ্বারা প্রমাণিত।

لَا اِلَهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّى كَنْتُ مِنَ الظَّالِمِيْنَ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লা🐲 আনতা সুꦡবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমিন।’

অর্থ : হে আল্লাহ! তুমি ছাড়া কোনো সত্য উ🦩পাস্য নেই; আ🌳মি তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত।’ (তিরমিজি)

প্রিয়নবি সাল্লাল্লাহু꧂ আলাইহি ওয়া সাল্লাম দুঃখ-কষ্ট, বিপদ-আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উ♋ত্তীর্ণ হতে তাঁর উম্মতকে এ দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন-

حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْل – نِعْمَ الْمَوْلِى وَ نِعْمَ النَّصِيْر

উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নে𓂃মাল ওয়াকিল; নেমাল মাওলা ওয়া নেমান নাছির।‍‍`

অর্থ : আল্লাহ তাআল🐠াই আমাদের জন্য যথেষ্ট, তিಞনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।’

اَللهُ... اللهُ رَبِّىْ لَا اُشْرِكُ بِهِ شَيْئًا

উচ্চারণ : ‘আল্লাহু… আল্লাহু রাব্বি;𝓡 লা উশরিকু বিহি শাইআ।’

অর্থ : ‘হে আল্লাহ!... আল্লাহ তুমিই আমার প্রভু। আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না।’ (আবু 🌱দাউদ)

 

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِالله

উচ্চারণ : ‘লা হাওলা ওয়াඣ লা কুয়্য💖াতা ইল্লা বিল্লাহ।‍‍`

অর্থ : ‘আল্লাহর সাহায্য ব্যতি🍸ত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই।’ এ দোয়াটি জান্নাতের গোপন ভাণ্ডারসমূহের একটি। বিপদ ও সমস্যা থেকে মুক্তি পেতে বহু মানুষ থেকে পরিক্ষীত দোয়াও এটি।

 

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ - أَستَغْفِرُ اللهَ

উচ্চারণ : 📖‘আস্তাগফিরুল্লাহ; 🐻আস্‌তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।‍‍`

⛎অর্থ : ‘আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আম🍸ি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।‍‍`

 

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্꧟ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো দুঃখ-কষ্ট বা চিন্তা, অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন তখন এই দোয়া করতেন -

يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ

উচ্চারণ : ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূ-মু বিরাহমাতিক▨া আস্তাগিছ।

অর্থ : ‘হে চিরঞ্জীব! হে চিরস্๊থায়ী! আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই।’⭕ (তিরমিজি, মুসতাদরেকে হাকেম, মিশকাত)

Link copied!