ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের সঙ🧜্গে উপত্যকার শাসক দলের এ যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ꦑআন্তোনিও গুতেরেস এসব কথা বলেন।
দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ‘চরম দুর্ভোগে’ পড়েছে গাজাবাসী উল্লেখ করে গুতেরেস বলেন, হামলা চালিꦰয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে’। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
ইসরায়েলে ঢুকে গত ৭ অক্টোবর গাজার শাসক দল হামাসের অত𝔍র্কিত হামলার জবাবে উপত্যকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। হামাসের হামলার পর ২৩ লাখ মানুষের ভূখণ্ড গাজায় পানি, খাবওার, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।
গাজায় ইসরায়েলের বিরামহীন🎐 হামলায় কমপক্ষে ৫ হাজার ৭৯১ জন নিহত হয় বলে🌼 জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যাদের অনেকে নারী ও শিশু।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্♎গলবার দেওয়া ভাষণে জাতিসংঘের মহাসচিব বলেন, গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘনের ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ব♉ক্তব্যে যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
হামাসের হামলার প্রেক্♑ষাপট নিয়ে জাতিসংঘের প্রধান বলেন, হামাসের হামলা যে এমনি এমনি হয়নি, তা স্বীকার করাটাও গুরুত্বপূর্ণ। ৫৬ বছর ধরে দম বন্ধ হওয়া দখলদারত্বে রয়েছে ফিলিস্তিনের জনগণ।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করে জাতিসংঘেরཧ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের সঙ্গে উপত্যকার শাস𓂃ক দলের এ যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে 🗹আন্তো🃏নিও গুতেরেস এসব কথা বলেন।
দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসꩲরায়েলের নির্বিচার হামলায় ‘চরম দুর্ভোগে’ পড়েছে গাজাবাসী উল্লেখ 🅷করে গুতেরেস বলেন, হামলা চালিয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে’। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
ইসরায়েলে ঢুকে গত ৭ অক্টোবর গাজার শাসক দল হামাসেꦓর অতর্কিত হামলার জবাবে উপত্যকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। হামাসের হামলার পর ২৩ লাখ মানুষের ভূখণ্ড গাজায় পানꦺি, খাবার, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।
গাজা𝔍য় ইসরায়েলের বিরামহীন হামলায় কমপক্ষে ৫ হাজার ৭৯১ জন নিহত হয় বলে জানিয়েছে স𒁃ংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যাদের অনেকে নারী ও শিশু।
জাতিসংঘের নিরাপত্তা পরি𝔍ষদে মঙ্গলবার দেওয়া ভাষণে জাতিসংঘের মহাসচিব বলেন, গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘনের ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বক্তব্যে যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
হামাসের হাম꧋লার প্রেক্ষাপট নিয়ে জাতিসংঘের প্রধান বলেন, হামাসের হামলা যে এমনি এমনি হয়নি, 🎐তা স্বীকার করাটাও গুরুত্বপূর্ণ। ৫৬ বছর ধরে দম বন্ধ হওয়া দখলদারত্বে রয়েছে ফিলিস্তিনের জনগণ।