ভাড়াটে সেনা সﷺরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারকে ‘সন্ত্রসী সংগঠন’ হিসাবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। ফলে দেশটিতে ভাগনার গ্রুপের সদস্য বা সমর্থক থাকা অবৈধ হিসেবে গণ্য করা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এছাড়াও 🌜পার্লামেন্টে একটি খসড়া প্রস্তাব পেশ করা হবে। যার মাধ্যমে ভাগনার গ্রুপের সব সম্পদ ‘সন্ত্রাসী’ সম্পত্তি হিসেღবে গণ্য ও বাজেয়াপ্ত করা যাবে।
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, খসড়া প্রস্তাবটি বুধবার (৬ সেপ্টে𒅌ম্বর) পার্লামেন্টে তোলা হতে পারে।
কোনো সংগঠন সন্ত্রাসবাদে জড়িত হলে সেটিকে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর আওতায় দেশটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসাবে আখ্যায়িত করতে পারে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচীব সুয়েলা ব্রেভারম্যান গণমাধ্যমের সামনে ভাগনারকে ‘সহিংস ও ধ্বংসাত্মক... ভ্লাদিমির পুতিনের সামরিক হাতিয়ার’ হিসাবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন,💫 ভাগনার গ্রুপের কর্মকান্ড বিশ্বের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ।
যুক্তরাজ্য ইতোমধ্যে ভাগনারের একাধিক জ꧑্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। য💃াদের মধ্যে অনেকে আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এই আগ্রাসনে ভাগনার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া সিরিয়া, লিবিয়া ও মালিসহ আফ𝔉্﷽রিকার দেশগুলোতে কর্মকাণ্ড পরিচালনা করছে ভাগনার গ্রুপ।