• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাত্র ৪১ বছর বয়সেই ৫০০ সন্তানের পিতা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ১২:৪২ পিএম
মাত্র ৪১ বছর বয়সেই ৫০০ সন্তানের পিতা!

নেদারল্যান্ডসের এক ব্যক্তি মাত্র ৪১ বছর বয়সেই পাঁচ শতাধিক সন্তানের বাবা হয়েছেন। দেশটির ডোনারকাইন্ড ফাউন্ডেশন নামের একটি সংস্থা এমনটি দাবি করেছে। এর꧙ জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, নে𝕴দারল্যꩲান্ডসের দেন হাগ-ভিত্তিক সংস্থা ডোনারকাইন্ড এক বিবৃতিতে জানিয়েছে, তিনি একজন ‘সিরিয়াল ডোনার’, দেশে ও বিদেশে শুক্রাণু ডোনেট করেন।

সম্প্রতি এক সন্তানের মা তার এই শুক্রাণু🥂 দান বন্ধের দাবি জানিয়ে দেশটির একটি আদালতে আ🗹বেদন করেছেন।

ডাচ স্বাস্থ্য নির্দেশিকা অনুসারে, একজন শুক্রাণুদাতা সর্বোচ্চ ২৫ জন সন্তানের বাবা হতে পারবেন🍨। সম্ভাব্য অজাচার ও শিশুর মানসিক সমস্যা এড়াতে এই সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়। যদিও এর চেয়ে বেশি সন্তানের জন্ম দিলে ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলার বিধান নেই।

জোনাথন এম নামের ওই দাতাকে ২০১৭ সালেই ডাচ সোসাইটি অব অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকলজি (এনভিওজি) আর শুক্রাণু না দিতে সতর্ক করেছিল। সেইꦡ সময় পর্যন্ত তিন🐬ি ১১টি হাসপাতালে মোট ১০২ সন্তানের বাবা হয়েছিলেন। সেটি অবশ্য মানেননি জোনাথন।

তার দাবি, একজন সংগಞীতশিল্পী হিসেবে তিনি তার জেনেটিক অবদান সচল রাখার জন্য দেশে-বিদেশ𒁏ে শুক্রাণু দান করেই যাবেন।

ডোনারকাইন্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান টাইস ভ্যান ডার মীর বলেন, “তার সংস্থা চলতি সপ্তাহে ৩০ জনের বেশি মায়ের একাধিকবার💮 ফোন কল পেয়েছে। ওই সব মায়েরা বিশ্বের নানা প্রান্ত থেকে ফোন করেছিলেন। তাদের সন্তান একই দাতার শুক্রাণু থেকে হচ্ছে কি না, এই নিয়ে তারা সবাই চিন্তিত।”

তিনি আরও বলেন, “জোনাথন তার সন্তানের সত্যিকারের সংখ্যা উল্লেখ করেননি। তিনি নিজে জোনাথনের ৫০০ সন্তানের কিছু মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোꦦগ করেন।”

নেদারল্যান্ডসে সরকারি বা বেসরকারি হাসপাতালগুলো প্রতিবার শুক্রাণুদানের জন্য দা൲তাকে ১০ থেকে ২০ ডলার পর্যন্ত দেয়।

যদিও  জোনাথনের  এই কাজ নেদারল্যান্ডসেই সীমাবদ্ধ না। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী অবাধ বিচরণ তার। তাই তাকে ইতোমধ্𒉰যেই নেদারল্যান্ডসে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে টাইস ভ্যান ডার মীর বলেন, “সরকার কিছুই করছে না বলে আমরা এই ব্যক্তির বিরুদ্ধে ব্যব꧂স্থা নিচ্ছি। ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, তিনি বড় আন্তর্জাতিক স্পার্ম ব্যাংকের সঙ্গে ব্যবসা করেন।”

Link copied!