নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গোওজা শহরে একটি হাসপাতাল, বিয়ের অনুষ্ঠানসহ💖 তিনটি স্থানে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২ জন।
শনিবার (২৯ জুন) এসব হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্য♑ামেরুন সীমান্তবর্তী শহরটিতে শেষকৃত্য অনুষ্ঠানকে লক্ষ্য করেও হামলা চালানো হয়।
নাইজেরিয়া পুলিশের এক মুখপাত্র বলেন, গোওজা শহরে এক নারী হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে⭕ গিয়ে বিস্ফোরণ ঘটায়। ওই নারী পিঠে একটি শিশুকে বেঁধে 🍒ওই অনুষ্ঠানে গিয়েছিলেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এসব হামলায় ১৮ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। নাইজেরিয়া সরকারের কর্মকর্তা বারকিন্দো সাইদু বলেন, নিহতদের মধ্যে শিশু, পুরুষ, নারী ও🥃 অন্ত্বঃসত্ত্বা রয়েছেন। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থ গুরুতর।
গোওজায় সামরিক বাহিনীকে সহায়তাকারী একটি মিলিশিয়া বাহিনী এক সদস🤪্য জানিয়েছেন, তাদের তিন✱ সেনা শনিবার হামলায় নিহত হয়েছে। যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই সংখ্যা নিশ্চিত করেনি।
২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম গোওজা দখল করে নেয়। পরের বছর চাদিয়ান বাহিনীর সহাꦜয়তায় নাইজেরিয়ার সামরিক বাহিনী আবারও শহরটির নিয়ন্ত্রণ নেয়।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সহিংসতায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছ𝕴ে। বাস্তচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ।