• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গাঁজা চাষের বৈধতা দিল থাইল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২২, ০৮:২৯ পিএম
গাঁজা চাষের বৈধতা দিল থাইল্যান্ড

নিষিদ্ধ মাদকের তাল🎀িকা থেকে গাঁজার নাম সরিয়ে ফেলেছে থাইল্যান্ড সরকার🍒। ফলে দেশটিতে যে কেউ এখন বাড়িতে গাঁজার গাছ লাগাতে ও বিক্রি করতে পারবেন।

মাদক নিয়ন্ত্রܫণের কঠোর আ🍨ইনের জন্য পরিচিত থাইল্যান্ড। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নিল দেশটি।

যদিও সেখানে বিনোদনের জন্য মাদক হিসেবে গাঁজা সেবন এখনো নিষিদ্ধ রয়েছে বলে জানা গেছে। যদিও সরকারি আইনজীবীরা বলছেন, নতুন আইন কার্যকর হলে গাঁজা সেবন আর অপরাধ বল🃏ে গণ্য হবꦇে না।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল গাঁজা চাষের বৈধতা দেওয়ার ইঙ্গিত দেন। তিনি꧑ বলেন, “গাঁজা ও এর শণ থেকেℱ ও দেশের আয় উপার্জনের এটি একটি সুযোগ রয়েছে।”

এই উদ্যোগ স্থানীয় গাঁজা ব্যবসার বিকাশ ছাড়াও কৃষি ও পর্যটনকে উৎসাহিত করবে বলে আশা করছে থাইল্যান্ড সরকার।ꦿ এমনকি গাঁজা চাষে উৎসাহিত করার জন্য নাগরিকদের ১০ লাখ গাঁজার চারাও প🌳্রদান করা হচ্ছে।

Link copied!