• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পায়ের পাতায় তেল মালিশে মিলবে যে উপকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৩:১১ পিএম
পায়ের পাতায় তেল মালিশে মিলবে যে উপকার

সারা দিনের কর্মব্যস্ত জীবনে নিজের প্রতি যত্ন নেওয়ার সময় কোথায়? আট থেকে দশ ঘণ্টা অফিসে কাটানোর পর শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে, অন্য কোনো কাজ করার ইচ্ছাই জাগে না। শারীরিক ক্লান্তি দূর করতে পায়ের তলায় তেল মালিশের কোনো বিকল্প নেই। শুধু পেশির আরামই নয়, পায়ের পাতার মালিশে শারীরিক এবং মানসিক নানান সমস্যার সমাধান মিলতে পারে, এমনটꦗাই মত আমেরিকান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন-এর।

পায়ের পাতায় তেল মালিশ করলে কী কী সুবিধা পাবেন?

১) অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। ঘুমের জন্য নির্ভর করতে হয় ওষুধের ওপর। পায়ের তলায় মালিশ করলেই কিন্তু সমস্যার সমাধান হতে পারে। ঘুমোনোর আগে পায়ের পাতায় মালিশ করলে মন ভাল হয়, সঙ্গে ক্লান্তিও দূর হয়। তাই অনিদ্রার সমস্যায় ভুগলে এই কৌশল একবার ব্যবহার কর𒁏ে দেখতেই পারেন।

২) জিম করতে গিয়েই হোক কিংবা জ꧒গিংয়ের সময়, মাঝেমধ্যেই আমাদের পায়ের পেশিতে টান পড়ে। রাতে ঘুমোতে যাওয়ার আগে মালিশ করলে পেশির স্বাস্থ্য ভাল থাকে। পে🌃শিতে টান পড়লেও গরম তেল মালিশ করলে উপকার পাওয়া যায়।

৩) দুশ্চিন্তার কারণে মানসিক অবসাদে ভোগেন অনেকেই। পায়ের তলায় মালিশ করেই দেখুন। নি൩য়মিত এই পন্থা মেনে চললে মন চাঙ্গা হবে, কমবে উদ্বেগ।

৪) পঞ্চাশ পেরোলেই গাঁটের ব্যথায় অনেকেই কষ্ট পান। এই ♈ব্যথা কমাতে চাইলেও আপনাকে অবশ্যই করতে হবে পায়ের তলায় মালিশ।

৫) নিয়মিত পায়ের ত⛄লায় তেল মালিশ করলে মাইগ্রেনের ব্যথা থেকেও মুব্কি মিলবে।

৬) ওষুধ খাওয়ার পরেও রক্তচাপকিছুতেই নিয়ন্ত্রণে থাকছে না? রক্তচাপ নিয়ন্ত্রণে রাখত🎐েও প্রতিদিন রাতে তেল মালিশ করতেই পারেন। শরীরে রক্ত চলাচল ভাল করার 🐼জন্য এই পন্থা বেশ উপকারী।

৮) ঋতুবন্ধের সময় অনেক শারীরꦅিক সমস্যা দেখা যায়। মেজাজ বিগড়ে যাওয়া, ঘুম না আসা, অবসাদ—এই সময় অনেক নারীদের ক্ষেত্রেই দেখা যায়। এ ক্ষেত্রেও তেল মালিশ করলে সুফল পাবেন।

সতর্কতা

কোনোরকম ক্রনিক অ๊সুখ না থাকলে নিয়মিত পায়ের পাতায় তেলমালিশ করতে পারেন। তবে থ্রম্বোসিস কিংবা নিউরোপ্যাথির সমস্যা থাকলে পায়ের পাতায় তেলমালিশ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Link copied!