নানা ধরনের বাতব্যথা বা আর্থ্রাইটিস পরিচিত একটি রোগ। আর্থ্রাইটিসে ভুগছেন এমন মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে। একটা সময় বৃদ্ধরা এই রোগে আক্রান্ত হলেও বর্তমানে অ🀅সংখ্য তরুণ ও মধ্যবয়স্করা আর্থ্রাইটিসে আক্রান্ত হচ্ছেন। এটি নির্দিষ্ট একটি রোগ নয়। এটি এক বা একাধিক জয়েন্টকে আক্রান্ত করতে পারে। অর্থাৎ মানুষের শরীরে অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকে আর্থ্রাইটিস বলে। এইটা ছোট-বড় সব জয়েন্টেই এটি হতে পারে। যেম🌜ন: হাতের জয়েন্ট, হাঁটুর জয়েন্ট কিংবা হিপ জয়েন্টে আর্থ্রাইটিস হতে পারে।
আর্থ্রাইটিসের লক্ষণ
- অস্থিসন্ধি ফুলে যাওয়া
- অস্থিসন্ধি জমে যাওয়া
- গতিশীলতা কমে যাওয়া
- ত্বকের বিবর্ণতা
- অস্থিসন্ধিতে তাপ বা উষ্ণতা অনুভব করা
আর্থ্রাইটিস কেন হয়
বিভিন্ন কারণে আর্থ্রাইটিস হতে পারে। যেমন-
- বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জয়েন্ট, হাঁটুতে ক্ষয় হয়। সেই কারণে আর্থ্রাইটিস হতে পারে।
- অতিরিক্ত ওজনের কারণে অস্থিসন্ধি, হাঁটুর ক্ষয় বেশি হয়। এই কারণেও আর্থ্রাইটিস হতে পারে।
- বংশগত ভাবেও আর্থ্রাইটিস হতে পারে।
- কোনো কারণে অস্থিসন্ধিতে আঘাত পেলে।
- অস্থিসন্ধিতে যদি ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হয়, সেখান থেকে আর্থ্রাইটিস হতে পারে।
- আবার ধূমপান বা অন্যান্য তামাকজাতীয় পণ্য গ্রহণের অভ্যাস আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়।
- এ ছাড়া অটোইমিউন রোগের কারণে অনেক সময় আর্থ্রাইটিস হয়। শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ তন্ত্র যখন নিজের শরীরকেই ভুল করে আক্রমণ করে তখন তাকে অটোইমিউন রোগ বলে।