• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাইকারদের স্বাস্থ্যঝুঁকির ভয়াবহ তথ্য দিল সাম্প্রতিক এক গবেষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০৫:৩৪ পিএম
বাইকারদের স্বাস্থ্যঝুঁকির ভয়াবহ তথ্য দিল সাম্প্রতিক এক গবেষণা
ছবি: সংগৃহীত

যানজট ঠেলে দ্রুত গন্তব্যে পৌঁছাতে কিংবা পেশা হিসে🍎বে এখন রাজধানীতে বাইকচালকদের সংখ্যা অনেক। আর এইসব বাইকচালকদের জন্য রয়েছে ভয়াবহ  দুঃসংবাদ। সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, বাইকচালকের ৫৮.৮ শতাংশ কোমর ব্যথায় ভুগছেন।

২০২৩ সালেܫর ২০ মে থেকে ৮ আগস্ট পর্যন্ত রাজধানীর ৬৩৩ জন মোটরবাইকচালকের ওপর পরিচালিত ওই গবেষণায় এ চিত্র ফুটে উঠেছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মন্টানার ডক্টর অব ফিজিক্যাল থেরাপি বিষয়ের গবে𓄧ষক ডা. মোহাম্মদ আলীর নেতৃত্বে এবং জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাব বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে একꦫদল চিকিৎসক এ গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।

গব⛦েষণা কার্যক্রমဣ শেষে গত ৯ জুন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান গবেষণা বিষয়ক ওয়েবসাইট ‘সায়েন্স ডাইরেক্ট’-এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।

এতে দেখা যায়, শতকরা ৫৮.৮ শতাংশ মোটরবাইকচালক কোমর ব্যথায় ভুগছেন। আর যারা ধূমপান করেন, তাদের মধ্যে এই প্রবণ🅺তা ৭🍷০.১ শতাংশ।

উচ্চ রক্তচাপে ভোগা ব্যক্তিদের ৮৮ শতাংশ এবং ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে শতকরা ৭৬ শতাংশ বাইকচালক কোমর ব্যথায় ভুগছꦑেন।

প্রতিবেদনে বলা হয়, সাধারণꦓ বাইকারদের মধ্যে কোমর ব্যথার হার খুব কম হলেও পুরনো এবং দ্রুতগতির বাইকচালকদের মধ্যে এই হার সবচ꧂েয়ে বেশি।

সপ্তাহে সাত দিন বা দিনেಌর বেশির ভাগ সময় যারা মোটরবাই🏅ক চালান, তাদের মধ্যে কোমরে ব্যথা অনুভব করেন শতকরা ৭১ জন।

Link copied!