যানজট ঠেলে দ্রুত গন্তব্যে পৌঁছাতে কিংবা পেশা হিসেবে এখন রাজধানীতে বাইকচালকদের সংখ্যা অনেক। আর এইসব বাইকচালকদের জন্য রয়েছে ভয়াবহ দুঃসংবাদ। সম্൲প্রতি এক গবেষণায় দেখা যায়, বাইকচালকের ৫৮.৮ শতাংশ কোমಌর ব্যথায় ভুগছেন।
২০২৩ সালের ২০ মে থেকে ৮ আগস্ট পর্যন্ত রাজধানীর ৬৩৩ জন মোটরবাইকচালকের ওপর পরিচালিত ওই গবেষণায় এ চিত্র ফুটে উঠে🌱ছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মন্টানার ডক্টর অব ফিজিꦿক্যাল থেরাপি বিষয়ের গবেষক ডা. মোহাম্মদ আলীর নেতৃত্বে এবং জাতীয় অর্♒থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাব বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে একদল চিকিৎসক এ গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।
গবেষণা কার্যক্রম শেষে গত ৯ জুন যুক্তরাষ্🔥ট্রের বিজ্ঞান গবেষণা বিষয়ক ওয়েবসাইট ‘সায়েন্স ডাইরেক্ট’-এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হ💙য়।
এতে দেখা যায়, শতকরা ৫৮.৮ শতাংশ মোটরবাইকচালক কোমর ব্যথায় ভুগছেন। আর যারা ধূমপানꦏ করেন, তাদের মধ্যে এই প্রবণতা ৭০.১ শতাংশ।
উচ্চ রক্তচাপে ভোগা ব্যক্তিদের♌ ৮৮ শতাংশ এবং ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে শতকরা ৭৬ শতাংশ বাইকচালক কোমর ব্যথায় ভুগছেন।
প্রতিবেদনে বলা হয়, সাধারণ বাইকারদের মধ্যে কোমর ব্যথার হার খুব কম হলেও পুরনো এবং দ্রুতগতির ব🌟াইকচালকদের মধ্যে এই হার সবচেয়ে বেশি।
সপ্তাহে সাত দিন বা দিনের🍬 বেশির ൩ভাগ সময় যারা মোটরবাইক চালান, তাদের মধ্যে কোমরে ব্যথা অনুভব করেন শতকরা ৭১ জন।