ছোট পর্দার জনপ্রিয় অভিনেতাদের একজন ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে হঠাৎ নিজের বিয়ের খবর জানিয়েছেন। ফেসবুকে হবু স্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন তিনি। তবে স্ত্রীর নাম-পরিচয় কিছুই জানাতে চাননি 🌳এই অভিনেতা।&💃nbsp;
জানা গেছে, পারিবারিকভাবে বিয়ের এই ♚আয়োজন করলেও শিগগিরই বন্ধু-শুভাকাঙ্ক্ষীদে꧃র নিয়ে আনুষ্ঠানিকতা সারবেন।
জোভানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার স্ত্রীর নাম𝕴 সাজিন আহমেদ নির্জনা। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের দেড় বছরের প্রেমের সম্পর্ক। বিয়ে হয়েছে পারিবারিকভাবেই।
জানা যায়, জোভানের স্ত্রীর বাড়ি পুরা🥀ন ঢাকায়। তিনি বღিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ত নন।
উল্লেখ্য,🌱 ছোট পর্দার জনপ্রিয় অভি🐓নেতা জোভান ২০১১ সালে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। এক যুগ ধরে অভিনয়ের সঙ্গে আছেন তিনি। পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও। অভিনয়ের সূত্রে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি।