• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অপুর ডবল ধামাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪, ০৭:০৭ পিএম
অপুর ডবল ধামাকা
অপু বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে

ভালোবাসা দিবস ঘিরে অপু বিশ্বাস ডবল ধামাকা নিয়ে হাজির হচ্ছেন।  বিউটিকুইন খ্যাত এই নায়িকার দুটি সিনেমা মুক্তি🧔 পেতে যাচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে। একটি ‘ছায়াবৃক্ষ’ অন্যটির নাম ‘ট্র্যাপ’ । ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে দ্বীন ইসলাম পরিচালিত সিনেমা ‘ট্র্যাপ’। এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। শনিব🐼ার ( ২৭ জানুয়ারি) এ সিনেমার ট্রেলার প্রকাশের কথা রয়েছে।

সিনেমা নিয়ে অপু বিশ্বাস লিখেন, ‘"Happy Valentine‍‍`s Day" কি অবাক হচ্ছেন আজকে কিসের Valentine‍‍`s Day ? আমাদের জন্যে আজ থেকেই Valentine‍‍`s Day শুরু! চলচ্চিত্র প্রেমিকদের মনে হচ্ছে এবার Valentine‍‍`s Day জমে যাবে।
কারণ জানাতে আমরা Trap-The Untold Story টিম আসছি LIVE-এ আজ ঠিক সন্ধা ৭.৩০ মিনিটে। লাইভে-এ আসার আরেকটি আনন্দের কারন ꦜআজ ঠিক সন্ধা ৭ টাই Tiger Media ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে সবার কাঙ্খিত চলচ্চিত্র ‘ট্র্যাপ’।এর অফিসিয়াল Trailer| সবার সহযোগিতা কামনা করছি,ভালবাসা রইলো।

প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। ♏হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সায়েন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ’।

‘ট্র্যাপ’ সিনেমায় অপু- জয় ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর🔜 খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

এদিকে ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত ‘ছায়াব༒ৃক্ষ’১৬ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এই সিনেমায় অপুর বিপরীতে জুটি বেঁধেছেন অভিনেতা নিরব হোসেন। চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় নিরব-অপু ছাড়াও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান।

Link copied!