• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আম্বানিদের এই স্কুলে পড়ে শাখরুখপুত্র, অমিতাভের নাতনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ০৩:৩২ পিএম
আম্বানিদের এই স্কুলে পড়ে শাখরুখপুত্র, অমিতাভের নাতনি

শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, শিক্ষাপ্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মুকেশ আম্বানির পরিবার। এশিয়ার বিখ্যাত এই শিল্পপতির বাবা ধীরুভাই আম্বানির নামে মুম্বাইয়ে রয়🌱েছে একটি বেশ নামি স্কুল। সেখানে আন্তর্জাতিক মানের পড়াশোনা 🔯সুযোগ-সুবিধা দেওয়া হয় শিক্ষার্থীদের। তবে সবাই এখানে পড়াশোনার সুযোগ পায় না।

বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে বলিউড তারকাদের সন্তানরাই কেবল ধীরুভাই আম্বানির স্কুলে পা রাখার সুযোগ পায়। এখন এই স্কুলের দেখভাল করছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম♈্বানি। ২০০৩ সালে নীতা আম্বানি ও মুকেশ-নীতার কন্যা ইশা আম্বানির উদ্যোগে এই স্কুলের প্রতিষ্ঠা হয় মুম🔴্বাইয়ের পূর্ব বান্দ্রাতে।

এই স্কুলে শিক্ষার্থীদের জন্য থাকে বিলাসবহুল সুযোগ-সুꦓবিধা। সেই সঙ্গে এখানকার পড়াশোনার মান খুবই উন্নত। তাই গোটা বিশ্বের নিরিখে অন্যতম সেরা স্কুলের মর্যাদা পেয়েছে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। এখানে স্কুল ক্যাম্পাসে সর্বাধুনিক প্ꦑরযুক্তি দ্বারা সজ্জিত অডিটরিয়াম থেকে শুরু করে নৃত্য কক্ষ, যোগা রুম, পরীক্ষাগার, খেলার মাঠ, এসি যুক্ত ক্লাসরুম রয়েছে।

এখানে পঠন-পাঠনরত প্রতি সাতজন শিক্ষার্থীর পেছনে একজন করে শিক্ষক নিযুক্ত করা হয়। এই স্কুলে শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সাইফ আলী খানদের মতো বড় বড় বলিউড তারকাদের সন্তানরা পড়াশোনা করেছেন। এখানে পড়াশোনা করার জন্য বা꧑র্ষিক ফি এত বেশি যে কোন সাধারণ ঘরের সন্তানরা সুযোগই পাবেন না।

ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত বছরে দেড় লাﷺখ টাকা খরচ পড়ে। অষ্টম থেকে দশম শ্রেণ পর্যন্ত এই টাকার অঙ্কটা এক লাফে বেড়ে ৫ লাখ ৯০ হাজার টাকা হয়ে যায়। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য বছরে ১০ লাখ টাকা করে ফি দিতে হয়। নীতা আম্বান♔ি নিজে এই স্কুলের তদারকি করেন।

আসলে মুকেশ আম্বানিকে বিয়ের আগে নীতা ছিলেন এক সাধারণ স্কুলের শিক্ষিকা। তিনি বাচ্চাদের স𓃲ঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন। বিয়ের পরেও তিনি স্কুলের চাকরিটি ছাড়ত🌳ে চাননি। ধীরুভাই আম্বানির সম্মানে বানানো এই স্কুলের দায়িত্ব তাই নীতার কাঁধে তুলে দেওয়া হয়।

Link copied!