বয়স সবে ২ বছর। আর এরমধ্যেই ছোট্ট মিষ্টি নরম হাতে প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে মালতীকে রুটি বেলতে দেখা গেল। আর সেই মিষ্টি মুহুর্ত ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী নিজেই। খুদে মালতী ছোট্ট রুটি বেলছে যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। বর্তমানে অস্ট🎃্রেলিয়াতে নতুন সিনেমার শুটিংয়🐎ে ব্যস্ত প্রিয়াঙ্কা। তার ফাঁকেই কন্যার কীর্তি ফাঁস করলেন বলিউড এই সুপারস্টার।
জানা গেল, খানাপিনার স্বাদ বেশ ভালো বোঝে ছোট্ট মালতী। মায়ের মতোই মালতীর বিদেশি বেবি ফুড পছন্দ নয়। মশলাদার এবং চটপটা স্বাদের খাবার তার বেশ পছন্দ। বিশেষ করে মটর পনির ও বিরিয়ানি তার বেশি পছন্দ। প্রিয়াঙ্কা চোপড়া বিদে꧟শে থাকলেও দেশি খাবারই খান বেশিরভাগ। এছাড়া নিক-প্রিয়াঙ্কার ডিনারের মেনুতে প্রায়ই ধাকে ঢেরশের তরকারি আর রুটি।
প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন মুলꦅুকে থাকলেও ꦜদেশের আচার-রীতি ভোলেননি। ভারতীয় আচার,আচরণে অভ্যস্ত স্বামী নিক জোনাসও। এছাড়া নিক-প্রিয়াঙ্কার লস অ্যাঞ্জেলসের বাড়িতেও পুরোদস্তুর ভারতীয় আদব-কায়দায় চলে। এরই ধারাবাহিকতায় এবার দেখা গেল মেয়ে মালতীকে রুটি বেলতে শেখাচ্ছেন মা প্রিয়াঙ্কা।
২০১৮ সালের ডিসেম্বরে ১০ বছরের ছোট আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়ဣ। ২০২২ সালের ২০ জানুয়ারি মা হন অভিনে♌ত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে জন্ম হয় তাদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের।