• ঢাকা
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নায়কদের ফল ও সবজির সঙ্গে তুলনা করলেন পরীমনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০১:০৮ পিএম
নায়কদের ফল ও সবজির সঙ্গে তুলনা করলেন পরীমনি
শাকিব, ফেরদৌস, পরীমনি, জায়েদ, রাজ। ছবি: কোলাজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়কদের ফল ও সবজির সঙ্গে তুলনা করলেন চিত্রনায়িকা পরীমনি। আলোচিত এই অভিনেত্রী কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে 𓂃হাজির হয়েছিলেন পরীমনি। সেখানে ঢাকাই সিনেমার কয়েকজন নায়ককে ফল বা সবজির সঙ্গে তুলনা করেছেন। মূলত, সঞ্চালক কাজটি করতে বলেন। তারই পরিপ্রেক্ষিতে নায়কদের নানা ফল ও সবজির সঙ্গে তুলনা করেন

পরীমনি সুপারস্টার শাকিব খানক🔜ে ‘আম’, জায়েদ খানকে ‘বেল’ আর প্রাক্তন স্বামী শরিফুল রাজকে ‘করলা’-এর সঙ্গে তুলনা করেন।  অনুষ্ঠানে পরীমণিকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন, ‘আমি তোমাকে কয়েকজন নায়ক-নায়িকার নাম বলব, তাদেরকে তুমি বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করবে।’ সঞ্চালকের এ প্রস্তাব পাওয়ার পর পরীমনি বলেন, ‘সবজি! না না।’ এরপর দ্বিতীয় অপশন ফল বেছে নেন পরীমনি। তারপর সঞ্চালক শাকিব খানের নাম বলেন। জবাবে পরীমনি বলেন, ‘আম, ফজলি আম।’ এরপর চিত্রনায়ক ফেরদৌসের নাম বলেন। তা শুনেই পরীমণি বলেন, ‘কি অদ্ভুত।’ কয়েক সেকেন্ড সময় নিয়ে এ নায়িকা বলেন, ‘তরমুজ।’

এরপর সঞ্চালক চিত্রনায়ক সিয়াম আহমেদের ব্যাপারে জানতে চান। পরীমনি কালক্ষেপণ না করেই বলেন, ‘মাল্টা।’ তারপর আসে চিত্রনায়ক আরিফিন শুভ𓆏র নাম। এবারো কয়েক সেকেন্ড ভেবে পরীমনি বলেন, ‘তাল।’ চিত্রনায়ক সায়মন সাদিককে ‘শসা’ এবং ‘লিচুর’ সঙ্গে তুলনা করে হাসতে থাকেন এই নায়িকা।

পরীমনির প্রথম সিনেমার নায়ক ছিলেন জায়েদ খান এবং আনিসুর রহমান মিলন। জায়েদ খানকে ‘বেলের’ সঙ্গে তুলনা করেন। ব্যাখ্যা করে পরীমনি বলেন, ‘বরিশালের মানুষ তো, তাই বেলের সঙ্গে ব্য﷽াপারটা যাবে।’ এরপর মিলনকে ‘কলার’ সঙ্গে তুলনা করেন। পরক্ষণেই পরীমণি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘মিলন ভাই কলার সঙ্গে যায়? না, না। মিলন ভাই খেজুরের সঙ্গে যেতে পারেন। খেজুর।’

তারপর চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর নাম আসতেই ঝটপট উত্তরে 𓆏পরীমনি বলেন, ‘আমড়া।’ এরপরই পরীমনি র প্রাক্তন স্বামী শরিফুল রাজের নাম আসে। নামটি শুনে মুচকি হাসেন পরীমনি। কিন্তু উচ্ছ্বাস কিছুটা কমে যায়, যা চেহারায় স্পষ্ট। খানিকক্ষণ চুপ থেকে পরীমণি বলেন, ‘ফল তো আর নাই। ফল শেষ হয়ে গেছে না? ফলের সিজন শেষ হয়ে গেছে।’ এ কথা বলেই হাসতে থাকেন পরীমনি। 

এসময় সঞ্চালক বলেন, ‘এখনো সবজি আছে। আমি কি কোনো ফলের নাম মনে করিয়ে দেব? এই যে আনার আছে।’ হাসতে হাসতে পরীমনি বলেন, ‘ঢেরস-মেরশ কিছু একটা দিয়ে দাও, হতে পারে করল্লা-ফরল্লা।’ সঞ্চালক বলেন, ‘তাহলে রাজের কোন উত্তরটা নেব? করলা নেব?’ এতে মৌন সম্মতি দেন পরীমনি।   
 

Link copied!