দেশবরেণ্য সংগীত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহান না⛎ন্টু মারা গেছেন। তাঁর💜 বয়স হয়েছিল ৭৮ বছর।
রোববার (৫ ফেব্রুয়ারি) রা📖ত ৩টায় রাজধানীর একটি বে🍬সরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
🦩বিষয়টি নিশ্চিত করে নান্টুর ছেলে নাট্যপরিচালক সাগর জাহান জানান, তার♏ বাবা বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার বাদ জোহর মগবাজার বড় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আনোয়ার জাহান নান্টু চলচ্চিত্রে প্রায় দুইশ গান উপহার দিয়েছেন। এছা꧅ড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জন্যও অনেক গান তৈরি করেছেন তিনি।
নান্টুর মৃত্যুতে পরিবার ও শিল্পীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তিনি ‘তুমি আ𒅌মার মনের মাঝি আমার পরান পাখি’, ‘চোখের জলে আমি ভেসে চলেছি’সহ অসংখ্য জনপ্রিয় গানের সংগীত পরিচালক। গুণী এ শিল্পীর অসংখ্য গান এখনও দর্শক মনে বেঁচে আছে।