মা হলেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে ঋতু। শুক্রবার (২২ ডিসে༒ম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন তিনি।
এক ফেসবুক পোস্টে ঋতুপর্ণা লেখেন, “আমি মা হয়েছি। সন্তানের নাম রেখেছি ন🦄বদ💯্বীপ।”
এদিকে ঋতুপর্ণার মা হওয়ার খবরে নেতিবাচক মন্তব্য শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেননা, এর আগে চ﷽লতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী। বিয়ের খবর না দিয়ে সরাসরি মা হওয়ার কথা বলায় দ্বিধায় পড়ে যায় যায় ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।
তবে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার এক 𒀰প্রতিবে🦩দনে জানানো হয়েছে, চারপেয় প্রাণীকে নিজ সন্তান বলে দাবি করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা। তিনি চারপেয়ে, শারমেয়ের মা হয়েছেন; কোনো মানুষের নয়। আর সেই পোষ্য প্রাণীকেই নিজের সন্তান বলে পরিচয় করে দিয়েছেন বিতর্কিত এই টালি তারকা।
টালিউডের এই অভিনেত্রীকে নিয়ে আলোচনার থেকে সমালোচনায় বেশি হয়ে থাকে। গান্ডু থেকে কসমিক সেক্সের মতো সিনেমায় দাপিয়ে কাজ করেছেন তিনি। বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন, পর্দায় গল্পের প্রয়োজনে পোশাক খুলতেও দ্বিধা𝕴 নেই তার।