• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রতারণার অভিযোগে ভারতীয় পরিচালক গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ১২:৫২ পিএম
প্রতারণার অভিযোগে ভারতীয় পরিচালক গ্রেপ্তার

নায়ক বানানোর প্রতিশ্রু✤তি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় বাংলা সি🎃নেমার পরিচালক পীযূষ সাহাকে।

আনন্দবাজার ꦆপত্রিকা জানায়, নায়ক বানানোর প্রতিশ্রুতি দিয়ে বীরভূমের রামপুরহাটের বাসিন্দা অক্ষয় গুপ্তের কাজ থেকে ২০ লাখ রুপি নিয়েছিলেন পীযূষ। অর্থ নেওয়ার পর অনেক সময় পার হয়ে গেলেও সেই টাকা ফেরত দেননি তিনি। গত বছর পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন অক্ষয় গুপ্ত। এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে পরিচালক পীযূষ সাহাকে। আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।

অক্ষয় গুপ্ত বলেন, “আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছেন। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। ২০ লাখ রুপি হুট করে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরও বিশ্বাস করে দিয়েছিলাম। পীযূষের কাছে কিছুদিন অভিনয়ের ক্লাস করেছি। পীযূষ সাহা আমাকে বলেছিলেন, অ🥂ঙ্কুশ, সোহমকে তিনি লঞ্চ করেছেন। আমাকে নিয়ে যে সিনেমা বানানোর কথা, তার বাজেট ১ কোটি রুপি। যার মধ্যে ৫০ লাখ রুপি পীযূষকেই দিতে হবে। তারপর অনেক কষ্টে ২০ লাখ রুপি আমি জোগাড় করে দিই।”

পরিচালক পীযূষ সাহার ‘কেল্লাফতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অঙ্কুশ হাজরা। ‘র𒊎াজু আঙ্কেল’, ‘নীল আকাশের চাঁদনী’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার🎐 দিয়েছেন এই নির্মাতা।  

Link copied!