• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জীবন নিয়ে শঙ্কায় আছে হিরো আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০৩:৩০ পিএম
জীবন নিয়ে শঙ্কায় আছে হিরো আলম

জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের আলোচিত প্রার্থী ও অভিনয়শিল্পী আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (১৯ জুলাই) আশকোনার একটি বে🧸সরকারি হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে হিরো আলম♈ বলেন,‘‘ আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আমার বাড়িতে ৮ থেকে ১০ জন ছেলে গিয়ে ‍‍`আলম বের হ‍‍` বলে চিৎকার করছꦺিল।’’

হিরো আলম বলেন, যেদিন আমার ওপর হামলা করা হয়, ‘‘সেদিন যদি পুলিশ🌺 আমাকে গাড়িতে তুলে দিত, তাহলে হামলার হাত থেকে আমি রক꧃্ষা পেতাম।’’

এ সময় টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ এনে হিরো আলম বলেন, ‘‘টাকা দিয়ে একপক্ষ ভোট কিনেছে। একটা মেয়ে একাই ৫০ টা ব্🌃যালট পেপারে সিল মেরেছে। এই নির্বাচন সুষ্ঠু হয়নি। আমাকে ইচ্ছা করেই হারা🌠নো হয়েছে।’’

শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন,‘‘সেদিন বাড়িতে যাওয়ার পর দেখি সারা শর𝓡ীরে দাগ। বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছ♈ে। আপাতত চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছি।’’

বিভিনꦜ্ন দেশের বিবৃতির বিষয়ে তিনি বলেন, ‘‘ব্যাপারটাকে আমি ভালো চোখেই দেখছি। আমার কথা হলো, আমাকে যদি কারোর পছন্দ না হয়, তাহলে ভোট দেবেন না। কিন্তু আমার গায়ে হাত তোলার অধিকার কাউকে দেয়া হয়♏নি।’’

রাজনৈতিক অবস্থানের প্রশ্নে তিনি বলেন, ‘‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আগেও একা ছিলাম,♎ এখনও একা আছি।🔯 প্রয়োজনে নিজেই রাজনৈতিক দল তৈরি করবো।’’

তিনি বলেন, হামলাকারীদের সবাইকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। কিছু লোককে তারা আটক করেছে, যারা হামলা করেনি। কিন্তু মূল হামলাকারীরা ধরাছোঁಌয়🐓ার বাইরে।

এসময় জীবনের নিরা🦹পত্তাহীনতার জন্য পু❀লিশ প্রশাসন দায়ী বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সোমবার অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে ৫ হাজারের বেশি ভোট পান হিরো আলম। ভোটের দিন বিকালে কেন্দ্র পরিদর্শন করতে গেলে বনানী বিদ্যানিকেতনের বাইরে নৌকার ব্যাজধারীরা তার ওপর হামল🍒া চালায় বলে অভিযোগ করেন তিনি।🎃  এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বিশ্ব নিন্দা জানিয়েছে।

Link copied!