এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমা। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নিশোর। এরই মধ্যে শোনা যাচ্ছে নিশোর নতুন সꦡিনেমার খবর। যদিও সেই ছবির নাম ঠিক হয়নি এখনো। ছবিটি পরিচালনা করবে😼ন আবরার আতহার।
সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নতুন সিনেমাটি হবে গ্যাংস্টার ক্রাইম ঘরানার। ছবিটি প্রযোজনা করবে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। আপাতত সিনেমার বিষয়ে বিস্তারিত জানায়নি প্রযোজনা সংস্থাটি। তবে♏ তারা বলেছে, সিনেমার 🍬পরিকল্পনা চলছে, সব ঠিক হলে বিস্তারিত জানাবে। এ বিষয়ে মুখ খোলেননি আফরান নিশোও।
আরও জানা গেছে, কিছুদিনের মধ্যেই নির্মাতা আশফাক নিপুনের একটিꦡ ওয়েব সিরিজে কাজ শুরু করবেন নিশো। এরপরই ওই সিনেমার শুটিং শুরু হবে। এ বিষয়ে পরিচালক আবরার আতহার সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমা তৈরির প্ল্যান করেছি—এটা সত্য। সবই প্রাথমিক আলোচনায় রয়েছে। আর্টিস্ট চূড়ান্তের বিষয়ে প্রাথমিক আলাপ হয়েছে। তবে শিগগিরই চূড়ান্ত করে সব জানাব।’
সিনেমায় নিশোর 🌄অভিনয়ের বিষয়ে তিনি বলেন, ‘এটি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমি সিনেমা বানাচ্ছি এটি নিশ্চিত। অভিনেতা-অভিনেত্রীদের নাম চূড়ান্ত করে সব জানিয়ে ꦕদেব।’