ভারতের সংগীত তারকা অরিজিৎ সিংয়ের জন্মদিন ছিল ২৫ এপ্রিল (মঙ্গলবার)। এদিন তিনি ৩৬ বছরে পা রাখেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের প্রিয় গায়কের জন্মদিনে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দেন। আর সত্যিকার জীবনে অরিজিৎ সিং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দিনটি পালন করেছেন খুব সাধারণ ঘরোয়াভাবে। জন্মদিনে অরিজেতের বাবা দুস্থদের জন্য খাবারের ব্য♕বস্থা করেছিল🉐েন।
১৯৮৭ সালের ২৫ এপ্রিল পৃথিবীর আলো দেখে🃏ছিলেন প্রত𝓰িভাধর গায়ক অরিজিৎ সিং। কলেজ ফেস্টিভ্যালে গিটার হাতে গান গেয়েছিলেন। তারপরে রিয়ালিটি শোর মধ্য দিয়ে সোজা পা রাখেন প্লেব্যাকের দুনিয়ায়। গেরুয়া, হাওয়াইয়া, কেশরিয়ার মতো প্রচুর সুপারহিট গান রয়েছে তার। মুম্বাইয়ে গানের জগতে নিজের ভিত শক্ত করেও মুর্শিদাবাদের মাটি থেকে দূরে সরে যাননি তিনি।
এখনো তিনি মুর্শিদাবাদে🔯র গ্রামের বাড়িতেই সাধারণ জীবনযাপন 🌟করেন। নিজের ছেলেমেয়েদের ভর্তি করেছেন সেখানের স্কুলে। এ বছরে বাংলার মানুষকে অল্প দিনের ব্যবধানে দুটি লাইভ শো উপহার দিয়েছেন অরিজিত সিং। একটি কলকাতায, আরেকটি শিলিগুড়িতে। আর এই দুটি শোতেই টিকিটের চাহিদা ছিল তুঙ্গে।