দক্ষিণি সিনেমার সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘জেলা𝓀র’ মুক্তির দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) তামিলনাড়ুর ৪০০টি স্ক্রিনসহ বিশ্বব্যাপী ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।
‘এ বি পি লাইভ’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতে একদিনেই সিনেমাটি মোট আয় করেছে ৫২ কোটি রুপি। এর মধ্যে তামিলনাড়ু থেকে ২৩ কোটি, কর্ণাটক থেকে ১১ কোটি, কেরালা থেকে ৫ 𒁃কোটি, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ১০ কোটি এবং অন্যান্য রাজ্য থেকে ৩ কোটি রুপি।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ‘জেলার’ এই বছর ভারতে তামিল চলচ্চিত্রের জন্য ꦛসর্বোচ্চ উদ্বোধনী দিনে মোট সংগ্রহ রেকর্ড করেছে। এছাড়াও কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিং রেকর্ড করেছে সিনেমাটি।
এর আগে মুক্তির প্রথম দিনেই যে💮ন কর্মীরা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারেন সেজন্য বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ছুটি ঘোষণা করা হয়।