পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন অভিনেতা ও সংসদ সদস্য ফোরদৌস আহমেদ। শুক্😼রবার (১৫ মার্চ) দুপুরে ফেসবুকে একটি প🌃োস্ট দিয়ে তিনি নিজেই বিষয়টি জানান। ফেসবুকে মক্কা শরিফে তোলা নিজের একটি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। সেখানে এই অভিনেতাকে ঘিরে অনেককে সেলফি তুলতে দেখা গেছে।
ফেরদৌস সামা🔯জিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করার পর অনেক প্রবাসী কমেন্টে তাকে দাওয়াত দিয়েছেন। আবার অনেকেই তার জন্য দোয়া চেয়েছেন। সেই তালিকায় আছেন অভিনেতা মিশা সওদা💯গর।
মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, আল্লাহ তোমার ওমরা কবুল করুক। সঠিꦆক সহজ করে দিক। তোমার জন্য অনেক দোয়া। আমরা তোমাকে অনেক ভালোবাসি। তোমার গোটা পরিবারের জন্য আমাদের অনেক দোয়া। ভালো থেকো। ওমরাহ মোব⛎ারক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনে নির্বাচিত হন ফেরদৌস আহমেদ। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি🌊 মডে🐟লিং ও উপস্থাপনায় সুনাম কুড়িয়েছেন।