• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এফডিসিতে তিন কন্যাকে একসঙ্গে পেয়ে সহকর্মীদের স্লোগান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৭:০৭ পিএম
এফডিসিতে তিন কন্যাকে একসঙ্গে পেয়ে সহকর্মীদের স্লোগান
‘তিন কন্যা’ খ্যাত অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা | ছবি: সংগৃহীত

বিকাল ৫টায় মেষ ✨হল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর আগেই বিকেলে ভোট দিতে এফডিসিতে একসঙ্গে এসেছিলেন ঢালিউডের ‘তিন কন্যা’ সুচন্দা, ববিতা ও চম্পা। তারা সম্পর্কে তিন বোন। ষাট-সত্তর-আশি ও নব্বই—এই চার দশক চলচ্চিত্রপ্রেমীদের মাতিয়ে রেখেছিলেন তারা।

শুক্রবার (১৯ এপ্র🐷িল) দুপুরের বিরতির পর ২টা ৪৫ মিনিট এফডিসিতে আসেন তারা। সহকর্মীরা তাদের দেখে আনন্দিত হয়ে স্লোগান দিতে থাকেন।

এসময় বড় বোন সুচন্দা বলেন, ‘আমি অনেক আশা নিয়ে ভোট দিতে এসেছি। এফডিসি হচ্ছে আমাদের সংস্কৃতির আতুড়ঘর। এখা♑নে শিল্পী সমিতির কোনো বিকল্প নে▨ই। এটা গুরুত্বপূর্ণ সংগঠন।’

চিত্রনায়িকা ববিতা ব✅লেন, ‘এ🌼ফডিসিতে আসা বন্ধই করে দিয়েছিলাম। অনেকদিন পর এসেছি, খুব ভালো লাগছে। নির্বাচন উপলক্ষে সবার সঙ্গে দেখা হবে—এ কারণেই আসা।’

ছোট বোন চিত্রনায়িকা চম্পা বলেন, ‘নতুন-পুরাতন যারাই নির্বাচন করছে, প্র🥀ত্যেকে আমার প্রিয়। সবাই মিলে যদি এগিয়ে যেতে পার🤡তাম, তাহলে আমাদের শিল্পটাকে অনেক দূর নিতে পারতাম।’

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক মেয়াদের এবারের নির্বাচনে ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এౠকটি মিশা-ডিপজল পরিষদ, অন✅্যটি কলি-নিপুণ পরিষদ। ইতোমধ্যেই নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।  

 

Link copied!