বরেণ্য বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবার্ষিকী রোববার (১৪ মে)। এ উপলক্ষে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পক♒লা একাডেমি যৌথভাবে আগামী ১৪ থেকে ১৯ মে ‘মৃণাল সেন রেট্রোস্পেক্টিভ’-এর আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে꧟ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমি🧸নার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির আহ্বায়ক চ🔥লচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৬টায় শিল্পকলায় রেট্রোস্পেক্টিভের উদ্বোধন করবেন বরেণ্য শᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিল্পী মুস্তফা মনোয়ার। উদ্বোধন শেষে মৃণাল সেনের ছবি ‘ভুবন সোম’ প্রদর্শিত হবে। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৫-১৮ মে প্রতিদিন বিকেল ৪টায় ও সন্ধ্যা ৬টায় দুটি করে চলচ্চিত্র প্রদর্⛄শিত হবে। ১৯ মে সকাল ১১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৯ মে বিকেলে আলোচনা হবে ‘আধুনিকতার উপনিবেশায়ন ও মৃণাল সেনের সিনেমা’ নিয়ে।