• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বুবলী জানালেন শ্রদ্ধা, অপু দিলেন খোঁচা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৩:০৯ পিএম
বুবলী জানালেন শ্রদ্ধা, অপু দিলেন খোঁচা
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলী। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দুই চিত্রনা🍃য়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের রসায়ন বরাবরই ভালো না। পর্দা হোক কিংবা বাস্তবে, এই দুই অভিনেত্রী একে অন্যকে খোঁচা দিয়ে কথা বলতে 😼বেশ দক্ষ। কারণ অবশ্য, ঢালিউড সুপারস্টার শাকিব খান। আর সেকারণে সুযোগ পেলেই একে– অন্যের বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালিয়ে থাকেন। ফেসবুকে লেখেন ইঙ্গিতপূর্ণ কথা।

গত নভেম্বরে গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, তার স্বামী চ্যানেলটির কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলী। এতেই আরেকটা সুযোগ পেয়ে যান অপু। এরꩲপরেই রাত সাড়ে তিনটা নাগাদ মুন্নীর মোবাইল ফোনে কল করে বুবলীর নামে বিষদগার করেন। পরে ওই কল রেকর্ড থেকে নিজের কণ্ঠ মুছে তা অনলাইনে ছেড়ে দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনলাইন সাক্ষাৎকারে এটা নিয়ে মুখ খোলেন ফারজানা মুন্নী।  যেটা শেয়ার দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বুবলী। অন্যদিকে তার কিছুক্ষণ পরেই ফেসবুকে খোঁচা দিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। যা নিয়ে আবারও শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

তাপস-মুন্নীর সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুবলী লিখেছেন, “আমাদের ইন্ডাস্🥃ট্রির সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।”

এদিকে এই সাক্ষাৎকার প্রকাশের পরেই বুধবার মধ্যরাতে ফেসব💟ুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। যেখানে কারো নাম না বলে অপু ক্লিখেন, “মানুষ 𝕴হয়ে বিপদে আছি। চারপাশে সব ফেরেশতা। এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। স্ক্রিপ্ট অনেক দুর্বল।”

এদিকে তাপস-মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ‘খেলা হবে’ সিনেমায় অভিনয় করবেন বুবলী। এ ছাড়া আছেন পরীমনি। সিনেমার পরিচালক তানিম রহমান অংশু। তবে কবে নাগাদ এর꧙ কাজ শুরু হবে—তা জানা যায়নি❀। 

Link copied!