• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএসের ভি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ১১:৫৪ এএম
একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএসের ভি
ভি, ছবি: সংগৃহীত

আরএম, জিমিন, জাংকুকের পর একক অ্যালবাম নিয়ে আসছেন  জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ সদস্য 𒅌ভি। কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আডরের ব্যানারে তার প্রথম একক অ্যালবামের কাজ চলছে বলে মঙ্গলবার (১ আগস্ট) এক বিবꦕৃতিতে জানিয়েছে ভি’র এজেন্সি বিগহিট মিউজিক।

বার্তাসংস্থা ইয়োনহ্যাপের এক প্রতিবেদনে জানা গেছে, মিউজিকের প্রযোজনা সংস্থা ‘এডিওআর’এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিন হি জিন একক গানটির মিউজিক ও কোরিওগ্রাফি থেকে শুরু করে ডিজাইন 🍸ও প꧑্রমোশন প্রযোজনা করবেন।

মিন হি জিন বলেন,🍰 “গত বছরের শেষ নাগাদ ভি তার একক গান প্রকাশের আগ্রহ রেখেছিল। আমার ব্যস্ততার কারণে কাজটি করতে পারব কী না তা নিয়ে দ্বিধান্বিত ছিলাম। কিন্তু গানের প্রতি ভির আগ্রহ এবং তার সুন্দর কণ্ঠ আমাকে আগ্রহী করেছে।”

এদিকে প্রথম একক অ্যালবাম প্রকাশের আগে চাপে ভুগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভি। তিনি বলেন, “বিশাল চাপে থাকলেও আমি ভীষণ খুশি। অ্যালবামে আমার গানের নিজস্ব ছাপ থাকবে। বিটিএসের ভি’র তুলনায় একক অ্যালবামের ভিকে আলাদা করতে পারবেন শ্রোতারা।꧃ আশা করছ𒁃ি, অ্যালবামটি নিয়ে বিটিএস আর্মিরা খুশি হবেন।”

জানা গেছে, অ্যালবামের নাম এবং প্রকাশের দিন🀅ক্ষণ এখনো জানানো হয়নি। পরবর্তী সময় এবিষয়ে বিস্তারিত জানাবে বিগহিট মিউজিক। এর আগে বিটিএসের সঙ্গে ‘স্টিগমা’ ও ‘ইনার চাইল্ড’ গানে ভিকে পাওয়া গ✱েছে। 

Link copied!