সবাইকে কাঁদিয়ে মাত্র ২১ বছর বয়সে ব্রিটিশ সংগীতশিল্পী ফেই ফ্যান্টারো মারা গেছেন। স্বল্প এই সময়েই ক্যানসার, ব্ওরেন টিউমারসহ একাধিক ব্যাধির সঙ্গে লড়াই করেছেন উদীয়মানীই ব্রিটিশ সংগীতশিল্পী। তার মা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনের জানানো হয়েছে, শনিবার নিজের বা🅺ড়িতেই মারা যান তিনি। গায়িকার মা প𓆏্যাম ফ্যান্টারো তার খবরটি জানান।
সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রথমে মাত্র ৮ বছ♔র বয়সে, পরে ১৩ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ফেই ফ্যান্টারো। তবে দু’বারই সুস্থ হয়ে ওঠেন। পরে ২০২২ সালের সেপ্টেম্বরে বিরল গ্লিউমা ব্রেন টিউমার ধরা পড়ে। ওই বছরই ডেভ স্টুয়ার্টের প্রযোজনায় প্রথম গান মুক্তি পেয়েছিল তার। সেই গান মুক্তির পরপরই ফায়ে জানতে পারেন তার ব্রেন টিউমার হ💮য়েছে।
প্রযোজক ডেভ স্টুয়ার্ট এক🗹 বিবৃতিতে বলেন, ‘‘গত বছর গ্রীষ্মে ফেইয়ের সঙ্গে তার প্রথম অ্যালবাম তৈরি করেছি, সুন্দর সৃজনশীল সময় কাটিয়েছি। তারপরই ফেইয়ে জানতে পারꦉেন ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবর, তখন আমি কতটা বিধ্বস্ত হয়ে পড়ি যে ভাষায় প্রকাশ করতে পারব না।’’