মুক্তির পর থেকেই বলিউড বাদশা শাহরুখ খানের বক্স অফিস রেকর্ডকে পেছনে ফেলে দিচ্ছে রণবীর কাপুর অভিনীত নতুন সিনেমা ‘অ্যানিমেল’। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মওুক্তি পাওয়া সিনেমাটি শুধু ভারতেই ৪ হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্যমতে মুক্তির প্রথম দিনে ভারতে ‘অ্যানিমেল’ সিনেমা আয় করেছে ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৭.২৭ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭০.৬৯ কোটি রুপি, চত𓆏ুর্থ দিনে আয় করেছে ৪০ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট𓄧 আয় দাঁড়িয়েছে ২৪১.৭৬ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৪২৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬৩ কোটি টাকা।
‘অ্যানিমেল’ নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় দেখা য🔥াচ্ছে বহুল প্রতিক্ষীত এই সিনেমাটি।