ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে ছোট পর্দার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত নাটক ‘জামাই শ্বশুরের লড়াই’। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বি🃏কেলে বাংলাদেশ থেকে নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ের শীর্ষে আছ🦄ে এই নাটকটি।
গত কয়েক মাসে দেশের রাজনৈতিক অবস্থার জন্য নাটক নিয়ে সেভাবে আলোচনা ছিল না, নতুন নাটক সেভাবে মুক্তিও পায়নি। নত🦋ুন করে আবার নিয়মিত নাটক আসছে, আবারও শীর্ষে ফিরেছেন নিলয়-হি൩মি।
ইউটিউবে বর্ণনায় লেখা হয়েছে, এটি মূলত পারিবারিক সম্পর্ক, ভালোবাসা এবং একে অপরকে বুঝতে পারার গল্প। মোহিন খান পরিচালিত এই নাটকে নিলয়-হিমি ছাড়াও আছেন তারিক আনাম খান, চিত্𒀰রলেখা ꦛগুহ।
মন্তব্যের ঘরে নাটকটির প্রশংসা করেছেন অনেক দর্শক। একজন লিখেছেন, ‘নিলয়-হিমি এত নিখুঁত অভিনয় করে যে শুধু ওদের নাটক দেখতে ভালো লাগে।’ আরেকজন লিখেছেন, ‘শেষে🐻র দৃশ্যটি দেখে কেঁদে ফেলেছি। নিলয় ভাই অসাধারণ একজন অভিনেতা।’ এনএএফ এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে ১৮ নভ🐻েম্বর।