আরিয়ান খানের প্রেমজীবন নিয়ে চর্চা রꦡয়েছে নানা মহলে। এমনিতেই শাহরুখ খানের ছেলে হওয়ার কারণে তার জীবন নিয়ে নানা কৌতূহল রয়েছে। তবে ছেলেমেয়েকে কখনো কঠোর অনুশাসনে মানুষ করেননি গৌরী-শাহরুখ। বরং তাদের বন্ধু হয়েই মেশেন।
যꦇেকোনো ঘটনায় নানা মজাদার প্রতিক্রিয়ার জন্যও বিখ্যাত কিং খান। ছেলে আরিয়ান খানের নাকি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের প্রতি খানিক ক্রাশ রয়েছে।
এমনিতেই শাহরুখের রসবোধের প্রশংসা ক🥃রেন তার সমালোচকেরাও। বেশ কয়েক বছর আগে করণ জোহরের শো-এ আরিয়ানকে নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ যে উত্তর দেন তাতে খানিক অপ্রস্তুত হয়ে পড়েন🐬 সঞ্চালক নিজেও। কিন্তু এ কী বললেন শাহরুখ?
সেবার করণের কফির শো-এ শাহরুখের সঙ্গে এসেছিলেন কাজল। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল তার ছেলে আরিয়ানের যদি মল্লিকা শেরাওয়াতের প্রতি দুর্বলতা তৈরি হয়, 𒉰তাহলে তিনি কী করবেন? যদিও সেই সময় আরিয়ান অনেক ছোট। এ দিকে তত দিনে সাহসী পোশাক, সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য মল্লিকা অল্প সময়েই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। স্বাভাবিকভাবে তাকে নিয়ে উৎসাহ ছিল দর্শক মহলেও। তাই করণের প্রশ্ন শুনে হাসতে হাসতে শাহরুখ জবাব দেন, ‘মল্লিকাকে আমার ছেলে পছন্দ করে, ভবিষ্যতে তারা যদি প্রেম করতে চায় আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
শাহরুখের এমন উত্তর শুনে হাসতে শুরু করেন করণ জোহর ও শোয়ে উপস্থি♑ত দুই অভিনেত্রী কাজল ও রানি মুখার্জি। শাহরুখ তাদের হাসতে দেখে ‘নোংরা’ মন্তব্য করে পাল্টা হাসতে শুরু করেন।