• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাংলাদেশকে নিয়ে কবীর সুমনের কণ্ঠে ‘স্বৈরাচারবিরোধী’ গান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০২:৪৪ পিএম
বাংলাদেশকে নিয়ে কবীর সুমনের কণ্ঠে ‘স্বৈরাচারবিরোধী’ গান
সংগীতশিল্পী কবীর সুমন। ছবি: ফেসবুক থেকে

ছাত্রদের কোটা ꦍসংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে এতাত্মতা প্রকাশ করে আগেই ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। এবার তার কণ্ঠে বাংলাদেশকে নিয়ে প♓্রকাশ হল ‘স্বৈরাচারবিরোধী’ গান।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হা🧜সিনা।

এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে গাওয়া গানটি ব্যাপক আলোচানায় আসে। গানটি রচনা করেন কবীর সুমন ন🐬িজেই। 

 খﷺালি গল𓂃ায় গেয়ে গানটির একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে কবীর সুমন গাইতে দেখা গেছে, ‘কতদিন কাঁদিনি, কতদিন ভাবিনি, কতদিন জাগিনি এভাবে/ ওই তো বাংলাদেশ, স্বৈরাচারের শেষ, এ আগুন কেই-বা নেভাবে/ আবার বাঁচতে𝓀 চাই, মৃত্যুর মুখে ছাই, বাংলা ভাষাই হলো প্রাণ/ মুক্তির এই আলো, বাং𝐆লাদেশ জ্বালালো, এ লড়াই মুক্তির গান।’

১৯৯ꩲ২ সালে ‘তোমাকে চাই’ শিরোনামের একটি গানের অ্যালবাম প্রকাশ করে জনপ্রিয়তার শীর্ষে চলে যান কবীর সুমন। তবে একসময় স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। পরে যাদবপুর কেন্দ্র থেকে তৃণ𝄹মূলের সংসদ সদস্য নির্বাচিত হন এই গায়ক।

Link copied!